নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-চট্টগ্রাম হয়ে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ এখন ঢাকায়। দ্বীপাক্ষিক সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ বাকি আচে। সেই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এক বিবৃতি দিয়ে এই দুই ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বনিম্ন ১০০ টাকা খরচ করে মিরপুরে মাঠে বসে উপভোগ করা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট। আর সর্বোচ্চ ১০০০ টাকা খরচ করে দেখা যাবে খেলা। মিরপুর-১০ নম্বরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিনগুলোতে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মিলবে টিকিট। টেস্টের প্রতিদিনের জন্য আলাদা টিকিট কিনতে হবে।
স্টেডিয়ামের ইস্টার্ন স্ট্যান্ড থেকে খেলা দেখা যাবে সর্বনিম্ন ১০০ টাকায়। নর্দান ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ২০০ টাকা। ক্লাব হাউজ অর্থাৎ, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিট মিলবে ৩০০ টাকায়। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা করে। আর গ্র্যান্ড স্ট্যান্ড থেকে সর্বোচ্চ ১ হাজার টাকায় দেখা যাবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের খেলা।
আগামী ৪ এপ্রিল, মঙ্গলবার শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। ম্যাচকে সামনে রেখে শুধুমাত্র অফলাইনে না, অনলাইনেও শুরু হয়েছে টিকিট বিক্রি। ম্যাচের প্রথম দিনের টিকিট অনলাইনে পাওয়া যাবে আগামীকাল ৩ এপিল, সোমবার দুপুর ২টা পর্যন্ত। এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট ‘টাইগারক্রিকেটডটকমবিডি’তে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয় পত্রের নম্বর ও সচল থাকা মোবাইল নম্বর প্রয়োজন।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে, সেই একাউন্ট থেকে একজন সর্বোচ্চ ২টি টিকিট কেনার সুযোগ পাবেন। অনলাইনে কেনা টিকিট সশরীরে এসে নির্ধারিত টিকিট বুথ থেকে টিকিট কোড ও জাতীয় পরিচয়পত্রের প্রমাণ দেখিয়ে নিতে হবে। অনলাইনে কেনা টিকিটগুলো নিতে হবে মিরপুরের প্রথম গেইটের কাছে অবস্থিত টিকিট কাউন্টার থেকে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে কেনা টিকিটগুলো নির্ধারিত বুথে মিলবে। ঠিক একইভাবে বাকি দিনগুলোর টিকিটও মিলবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post