নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। একই ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। এবার দুদলের মধ্যকার লড়াই টেস্টে। সিলেটে দুই দলের প্রথম টেস্ট শুরু আগামী শুক্রবার। দ্বিতীয় ও শেষ টেস্ট চট্টগ্রামে, শুরু ৩০ মার্চ। এদিকে বুধবার প্রথম টেস্টের টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে টিকিটের দাম জানিয়েছে বিসিবি। সর্বনিম্ন ১০০ টাকায় পাওয়া যাবে টিকিট। এছাড়া টিকিটের সর্বোচ্চ মূল্য ১০০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কিনতে গেলে দর্শকদের খরচ করতে হবে ১০০০ টাকা। এছাড়া ক্লাব হাউজের টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। পূর্ব গ্যালারির টিকিট মিলবে ২০০ টাকাতে। এছাড়া সর্বনিম্ন ১০০ টাকা থাকলে কেনা যাবে পশ্চিম গ্যালারি এবং গ্রিন হিল এরিয়ার টিকিট।
সিলেটের লাক্কাতুরার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের টিকিট কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। এছাড়াও টিকিট পাওয়া যাবে রিকাবিবাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান ফটকের টিকিট কাউন্টারে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। খেলার দিন এবং খেলার আগের দিন টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post