স্পোর্টস ডেস্ক:: সান্তোস দিয়েই শুরু করেছিলেন, তখন অতটা ধনাঢ্য ছিলেন না। সান্তোস হয়ে রিয়াল, পিএসজি মাড়িয়ে আল হিলাল শেষ করে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ধনী খেলোয়াড় নেইমার সেই সান্তোসেই ফিরলেন আবার। এবার অনুশীলনে গেলেন নিজস্ব হেলকিপ্টারে করে। যার দাম ১০৩ কোটি টাকার বেশি।
ব্রাজিলিয়ান তারকা ক্যারিয়ার শুরুর ক্লাব সান্তোসে তারকা হয়ে উঠার পর গতকালই প্রথম অনুশীলন করেছেন। নিজ শহরের পাশ্ববর্তী শহর অনুশীলনে যেতে বিলাস বহুল কোনো গাড়ী ব্যবহার করেননি। ব্যক্তিগত হেলিকপ্টারে চড়ে গেছেন। । রিও ডি জেনিরোর মানগারাতিবায় নিজের বাসায় আছেন এই তারকা। সেখান থেকে সান্তোসের অনুশীলনে যোগ দেন তিনি। ২০১৯ সালে কেনা এয়ারবাস বিকে ১১৮ ডি–২ মডেলের হেলিকপ্টারে করে যান তিনি।
নেইমার ব্রাজিলিয়ান মুদ্রায় ৫ কোটি রিয়াল দিয়ে হেলিকপ্টারটি কিনেছিলেন। বাংলাদেশী মুদ্রায় যার দাম প্রায় ১০৩ কোটি ১৪ লাখ টাকা। আপাতত কয়েক দিন সান্তোসের অনুশীলন গ্রাউন্ড সিটি রেই পেলেতে হেলিকপ্টারে করেই যাবেন তিনি। আর এতে যাওয়া-আসায় প্রতিদিন তার খরচ পড়বে বাংলাদেশী মুদ্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। কেননা রিও ডি জেনিরোর মানগারাতিবা থেকে সান্তোসের অনুশীলন গ্রাউন্ডের যেতে প্রতিদিন ২৪০ থেকে ৩৫০ লিটার তেল লাগবে। আসার সময়ও সমান তেল লাগবে। সেক্ষেত্রে প্রতিদিন তেল বাবদই তাকে খরচ করতে হবে প্রায় দেড় লাখ টাকা। সঙ্গে হেলিকপ্টারের ক্রু ও মেইনটেইন্যান্স খরচতো আছেই। নির্দিষ্ট সময় ওড়ার পর হেলিকপ্টার রক্ষনাবেক্ষন করতে হয়। আর এতে আনুমানিক বার্ষিক খরচ হয় ৪ থেকে ৫ লাখ ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ছয় কোটি নয় লাখের বেশি।
নেইমার স্পোর্ট ই মার্কেটিং লিমিটেডের অধীনে ২০১৯ সালের মে মাসে পিপি–এনজেডআর নিবন্ধনে হেলিকপ্টারটি কেনা হয়। দুটি টার্বোশ্যাফট ইঞ্জিনের এই হেলিকপ্টারের ওজন ৩ দশমিক ৭ টন। রাতে ও খারাপ আবহাওয়াতেও চলাচল করা যায় এই হেলিকপ্টারে। সব মিলিয়ে এক সঙ্গে দশজনকে বহন করতে পারে হেলিকপ্টারটি। তবে এতো বিশাল খরচ করে আর কতদিনইবা যাওয়া-আসা করবেন তিনি। তাই সান্তোসের বাসা নিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০