স্পোর্টস ডেস্কঃ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ। গত রাতে আলাভেসের মাঠে লুকাস ভাসকেজের গোলে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের একেবারে অন্তিম সময়ে গিয়ে গোলের দেখা পায় তারা। তাতে নিশ্চিত হয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। একই দিনের আরেক ম্যাচে জিরোনা আটকে গেছেন রিয়াল বেতিসের বিপক্ষে। গোল শূন্য ড্র করে পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে গেছে তারা।
আলাভেসের মাঠে দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। লাল কার্ড দেখেন নাচো ফের্নান্দেস। তবে আলাভেস পারেনি সেই সুযোগ কাজে লাগাতে। এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৪৫। আর সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে জিরোনা। ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। চারে অ্যাথলেটিকো মাদ্রিদ।
গোল শূন্যভাবে শেষ হতে যাওয়া ম্যাচে রিয়াল গোল পায় অন্তিম মূহুর্তে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলকে উদযাপনের উপলক্ষ এনে দেন লুকাস ভাসকেজ। টনি ক্রুসের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে বল জালে পাঠান এই স্প্যানিয়ার্ড। ২ জানুয়ারি পর্যন্ত শীতকালীন বিরতির পর ৩ জানুয়ারি লিগে নিজেদের পরবর্তী ম্যাচে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post