স্পোর্টস ডেস্ক:: ব্রেন্ডন কিং ও কেসি কার্টির জোড়া সেঞ্চুরিতে সফরকারী ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিতে সফরকারীদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজটি শেষ হয়েছে ২-১ ব্যবধানে।
বার্বাডোজের কিংস্টোন ওভালে আগে ব্যাট করা ইংল্যান্ড সল্ট ও মুজলির হাফ সেঞ্চুরিতে ২৬৩ রান তুলে ছিলো। জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ব্রেন্ডন কিং ও কেসি কার্টির জোড়া সেঞ্চুরিতে মাত্র দুই উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়।
ক্যারিবিয়ানদের সহজ জয়ের ম্যাচটি শুরু হয়েছিলো উত্তাপ ছড়িয়ে। অধিনায়ক শাই হোপের সঙ্গে তর্কে জড়ান আলজারি জোসেফ। দীর্ঘ বাক-বিতণ্ডার পর বলও করেন তিনি। আগুনে বোলিংয়ে শিকার করেন উইকেটও। তবে ওভার শেষ করেই সোজা বেরিয়ে যান মাঠের বাইরে। ফলে কিছুটা সময় ১০জনকে নিয়ে ফিল্ডিং করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। আন্তর্জাতিক ক্রিকেটে যা একেবারেই অবিশ্বাস্য ছিলো। তবে তাদের বিবাদ ম্যাচে ফেলেন প্রভাব। সিরিজ জয়ে মাঠ ছেড়েছে শাই হোপের দল।
আগে ব্যাট করতে নামা ইংল্যান্ড সল্ট ও মুজলির ব্যাটে চড়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৩ রান তুলেছিলো। ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেন ওপেনার ফিল সল্ট। ১০৮ বলের ইনিংসে সাজান চার চার ও এক ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেন ডেন মুচলি। পাঁচ চার ও এক ছক্কায় ৭০ বলের ইনিংসটি সাজিয়েছেন তিনি। এছাড়াও ওভারটন করেছেন ৩২ রান। ৩৮ রানে অপরাজিত ছিলেন আর্চার।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ম্যাথূ ফোর্ড সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন। দু’টি করে উইকেট লাভ করেন আলজারি জোসফ ও শেইফার্ড।
২৬৪ রানের টার্গটে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের কোনো পরীক্ষায় ফেলতে পারেননি ইংলিশ বোলাররা। প্রতিপক্ষের টার্গেট হেসেখেলেই টপকে যান স্বাগতিক ব্যাটসম্যানরা। ৪৩ ওভার বল করা সফরকারী ইংল্যান্ডের বোলাররা মাত্র দু’টি উইকেট শিকার করতে পেরেছেন। দুই সেঞ্চুরিয়ান ব্রেন্ডন কিং ও কেসি কার্টিকে থামাতে পারেননি তারা।
ক্যারিবিয়ান দুই ওপেনার ব্রেন্ডন কিং ও এভিন লুইস দারুণ শুরু করেন। তবে এই শুরু ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ইনিংসের সপ্তম ওভারের তৃতীয় বলে দলীয় ৪২ রানের মাথায় ওপেনার এভিন লুইস ফিরে যান প্যাভেলিয়নে। দুই চার ও এক ছক্কায় ১৭ বলে করেন ২০ রান। এরপরই দ্বিতীয় উইকেটে ২০৯ রানের জুটি গড়েন দুই ওপেনার কিং ও কার্টি। ইনিংসের শেষ দিকে ২৫১ রানে ব্রেন্ডন কিং ফিরেন প্যাভেলিয়নে। তবে তার আগে ১৩ চার ও ১ ছক্কায় ১১৭ বলে ১০২ রানের দারুণ এক ইনিংস খেলেন।
কিং ফিরে গেলেও ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন আরেক সেঞ্চুরিয়ান কেসি কার্টি। ১২৮ রানে অপরাজিত থাকেন তিনি। ১১৪ বলের ইনিংস সাজিয়েছেন ১৫ চার ও ২ ছক্কায়। ৫ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক শাই হোপ।
ইংল্যান্ডের হয়ে রিচি টপলি ও জেমি ওভারটন একটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০