স্পোর্টস ডেস্কঃ এএফসি কাপের আন্তঃআঞ্চলিক প্লে অফে আজ ভারতের উড়িষ্যা এফসির বিপক্ষে হেরেছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। সোমবার ভুবনেশ্বরে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয়ে যায় বসুন্ধরা। তবে ১ জন খেলোয়াড় কম নিয়েও ভালোই প্রতিরোধ দেখিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। কিন্তু ৬১ মিনিটে উড়িষ্যার ডিফেন্ডার মুরতাদা ফলের গোলে স্বপ্নভঙ্গ হয় বসুন্ধরার। পাঁচ ম্যাচ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও পরের রাউন্ডে যাওয়া হলো না দলটির।
ম্যাচের প্রথমার্ধ তুলনামূলক আক্রমণাত্মক খেললেও বসুন্ধরাকে তেমন কোনো বিপদে ফেলতে পারেনি উড়িষ্যা। গোলশূন্য ড্র হয় প্রথম ৪৫ মিনিট। কিন্তু ম্যাচের পার্থক্য গড়ে দিল অতিরিক্ত সময়ে গফুরভের লাল কার্ড। স্বাগতিকদের মরোক্কায়ান মিডফিল্ডার আহমেদ জাহুকে পেছন থেকে ট্যাকল করেছিলেন গফুরভ। যার কারণে ভিয়েনামের রেফারি তাঁকে দেখান লাল কার্ড। অথচ পুরো টুর্নামেন্ট কোনো কার্ড দেখেন নি গফুরভ। টিভি রিপ্লেতে দেখে মনে হয়েছে, লাল কার্ড দেখার মতো কোনো ফাউল করেননি তিনি। তাই রেফারির এমন সিদ্ধান্ত মানতে পারছিলেন না তিনি নিজেও। চোখের পানিতে মাঠ ছাড়তে হলো তাকে।
১০ জনের বসুন্ধরাকে দ্বিতীয়ার্ধের শুরু থেকে চেপে ধরে উড়িষ্যা। স্বাগতিকদের আক্রমণ ঠেকিয়ে ৫৪ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন দরিয়েলতন। বল পায়ে একাই বক্সে ঢুকে পড়লেও শটটা লক্ষ্য বরাবর নিতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৬০ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের কল্যাণে বেঁচে গিয়েছিল বসুন্ধরা। রয় কৃষ্ণার শট এক হাতে ফিরিয়ে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেছিলেন তিনি। কিন্তু সেই কর্নার থেকেই কপাল পুড়ল বসুন্ধরার। আহমেদ জাহুর স্পটকিকে মুরতাদার হেড থেকে বল শ্রাবণকে ফাঁকি দিয়ে সোজা জালে।
১০ জনের দল নিয়ে সেই ধাক্কাটা আর সামলে ওঠা হয়নি বসুন্ধরার। অস্কার ব্রুজোনের দল শেষ দিকে আক্রমণাত্মক চেহারায় ফিরলেও গোলটা পায় নি। এর আগে গফুরভের লাল কার্ডের পর প্রথমার্ধের বিরতিতে ‘দু হাত’ তোলে প্রতিবাদ জানান বসুন্ধরার কোচিং প্যানেল। যার নেতৃত্বে ছিলেন অস্কার। এরপর ম্যাচ শেষে সদলবলে আবার হাত তুলে দাঁড়িয়েছেন এই স্প্যানিশ কোচ! ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অস্কার জানিয়েছিলেন যদি রেফারিংটা প্রশ্নাতীত হয়, তবে স্বাগতিকদের অভিনন্দন জানাতে তার আপত্তি থাকবে না।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post