স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১০ রাউন্ডে অপরাজিত থাকা আর্সেনালকে হারিয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। গত রাতে অ্যান্থনি গর্ডন ম্যাচের ব্যবধান গড়ে দেন। তাতে তেঁতো হারের স্বাদ পায় গানাররা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা দ্বিতীয় হার। নিজেদের আগের ম্যাচে লিগ কাপ থেকে ছিটকে যায় আর্সেনাল।
সেন্ট জেমস পার্কে শনিবার গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোল পাচ্ছিল না কোনো দল। অবশেষে ৬৩ মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। গর্ডনের গোলে এগিয়ে যায় তারা। যদিও গানার শিবির থেকে সেই গোল নিয়ে শক্ত আপত্তি জানানো হয়েছিল। রেফারি ভিএআর দেখে তাদের দাবি নাকচ করে দেন। আর শেষ পর্যন্ত এই গোলই জয় এনে দেয় নিউক্যাসলকে।
১১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। আসরে এখন একমাত্র অপরাজিত দল রইলো টটেনহ্যাম হটস্পার। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে লিভারপুল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অ্যাস্টন ভিলা। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নিউক্যাসল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post