স্পোর্টস ডেস্কঃ রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারল পাকিস্তান। চেন্নাইয়ে শুক্রবার ১ উইকেটে জিতেছে প্রোটিয়ারা। আগে ব্যাট করে ২৭০ রান করে পাকিস্তান। রান তাড়ায় শেষের রোমাঞ্চে জয় পেয়ে যায় টেম্বা বাভুমার দল। ২৪ বছর পর বিশ্বমঞ্চে পাকিস্তানকে হারানোর স্বাদ পেল তারা। সবশেষ ১৯৯৯ সালের বিশ্বকাপে দুই দলের লড়াইয়ে জিতেছিল প্রোটিয়ারা।
এদিকে ম্যাচ হারের পর পাকিস্তানের সেমিফাইনালে আশা নিভতে চলেছে। কঠিন হয়ে পড়েছে তাদের শেষ চারে খেলা। রোমাঞ্চকর ম্যাচে হারের পর স্কোর বোর্ডে ১০-১৫ রানের আক্ষেপ করছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, ‘জয়ের খুবই কাছাকাছি চলে গিয়েছিলাম। কিন্তু শেষটা ভালো করতে পারিনি।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর হতাশার কথা বলেছেন বাবর, ‘পুরো দলই আমরা হতাশ। আমরা লড়াই করে ম্যাচে ফিরেছি। কিন্তু ব্যাটিংয়ে ১০–১৫টা রান কম হয়ে গেছে। এরপর ফাস্ট বোলার ও স্পিনাররা লড়াইয়ে ফিরিয়ে আনলেও দুর্ভাগ্যজনকভাবে ফল পক্ষে আসেনি।’
ছয় ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান এখন ১০ দলের মধ্যে ৬ নম্বরে। পরের তিন ম্যাচে জিতলেও শেষ চারে থাকার নিশ্চয়তা নেই। লিগ পর্বে পাকিস্তানের শেষ তিন ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ৩১ অক্টোবর, কলকাতায়।
Discussion about this post