নিজস্ব প্রতিবেদকঃ দেশের বয়সভিত্তিক ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ডের জন্ম হয়েছে। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে ট্রিপল সেঞ্চুরির ইতিহাস গড়েছেন রিফাত বেগ। শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে বিকেএসপির হয়ে এমন কীর্তি গড়েছেন তিনি।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে শুক্রবার প্রথম দিনে ১৪৩ রানে অলআউট হয় ঢাকা মেট্রো। ঐদিন ব্যাট করতে নেমে ৫০ রানে অপরাজিত থেকে পার করেন রিফাত। পরদিন সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি দুটোই পেরিয়ে ২২১ রানে অপরাজিত থাকেন।
তৃতীয় দিন রোববার, পূরণ করে ফেলেন ট্রিপল সেঞ্চুরিও। ৪৬৭ বলে এই ট্রিপল সেঞ্চুরির ইতিহাস গড়েন। বিসিবির স্বীকৃত অনূর্ধ্ব-১৮’র বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে এর আগে কখনোই ট্রিপল সেঞ্চুরির দেখা মেলেনি। ইনিংসের একেবারে শেষ পর্যন্ত টিকে ছিলেন রিফাত।
এক প্রান্ত আগলে রেখে ৬৫০ মিনিট অর্থাৎ, প্রায় ১১ ঘন্টা ব্যাট করে ৩২০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তার ইনিংসটি সাজানো ছিল ২৯ বাউন্ডারি ও ৪টি ছক্কার মারে। দলের অন্যান্য ব্যাটারদের মধ্যে ফাহিম মুনতাসির দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেছেন কেবল। বিকেএসপির ইনিংস থামে ৫৪৯ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post