স্পোর্টস ডেস্কঃ ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে দারুণ বোলিং করলেন জাসপ্রিত বুমরাহ। তাতে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে শুক্রবার ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন পদ্ধতিতে প্রথম টি-টোয়েন্টি ২ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল বুমরাহ’র দল।
ডাবলিনে আগে ব্যাট করে আয়ারল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩৯ রান তোলে। গ্যারি ম্যাককার্থি ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। এর আগে স্বাগতিকদের প্রথম ওভারেই বিপদে ফেলেন চোট কাটিয়ে ফেরা বুমরাহ।
অ্যান্ড্রু বালবির্নি (৪) ও লরকান টাকারকে (০) ফেরান বুমরাহ। বেশিক্ষণ টিকতে পারেননি হ্যারি টেক্টরও। তিনি আউট হন ৯ রান করে। পল স্টার্লিং ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ১১ রান করেই ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার। মার্ক অ্যাডায়ারের ব্যাট থেকে আসে ১৬ রান।
শেষিদকে কার্টিস ক্যাম্ফার ৩৩ বলে ৩৯ ও ম্যাককার্থির অপরাজিত ৩৩ বলে ৫১ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় আয়ারল্যান্ড। ৪ ওভারে ২৪ রান দিয়ে ভারত অধিনায়ক বুমরাহ নিয়েছেন ২ উইকেট। হয়েছেন ম্যাচ সেরা। প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দিতে নেমে নার্ভাস ছিলেন কিনা এই প্রসঙ্গে জানতে চাওয়া হয় তাঁর কাছে।
বুমরাহ বলেন, ‘সত্যি বলতে, তেমন একটা নার্ভাস ছিলাম না। যখন আপনি নেতৃত্ব দিতে নামেন, তখন দলের বাকিদের পারফর্ম্যান্সের দিকেও আপনার নজর থাকে। ব্যক্তিগত পারফর্ম্যান্সে নয়। আমি ভীষণ খুশি। শুরুতে আবহাওয়া বোলারদের অনুকূল ছিল। বল সুইং করছিল। সৌভাগ্যবশত আমরা টসও জিতি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post