স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শনিবার ক্যারিয়ারর ৭০০তম উইকেটের দেখা পান এই তারকা। যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রেস গাউসকে আউট করেন সাকিব। যেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭০০তম উইকেট।
বল হাতে ৭০০ উইকেট নেয়া সাকিবের ব্যাট হাতে তিন সংস্করণ মিলিয়ে রান আছে ১৪ হাজারের বেশি। আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের ডাবল ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব। তার আশেপাশে নেই কেউ। এছাড়া বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে ৭০০ উইকেট নিয়েছেন সাকিব।
বাংলাদেশের অন্য কোনো বোলারের ৪০০ উইকেটও নেই। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তার উইকেট সংখ্যা ৩৯০টি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুস্তাফিজুর রহমান। এই কাটার মাস্টার এখন পর্যন্ত শিকার করেছেন ৩০৯টি। এদিকে তিন সংস্করণের মধ্যে সাকিব ওয়ানডে ২৪১ ইনিংসে শিকার করেছেন ৩১৭ উইকেট। ৬৭ টেস্টে ১২৩ ইনিংসে তাঁর উইকেট ২৩৭টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ১৪৬টি। পাশাপাশি ব্যাট হাতে তিনি ওয়ানডেতে ৭৫৭০ রান, টেস্টে ৪৫০৫ রান ও টি-টোয়েন্টিতে করেছেন ২৪৪০ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post