নিজস্ব প্রতিবেদকঃ জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টির শুরুটা ভালো পায় নি বাংলাদেশ। রোববার সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচে দলীয় ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা। মিরপুরে আজ আগে ব্যাট করতে নেমে প্রথমে ব্লেসিং মুজারাবানির বলে পুল করতে গিয়ে ২ রান করে ফিরেছেন তানজিদ হাসান তামিম। ছক্কা মেরে দারুণ কিছুর ইঙ্গিত সৌম্য সরকার ফেরেন পরের ওভারেই। স্পিনার ব্রায়ান বেনেটের বলে আউট হওয়ার আগে করলেন ৭ বলে ৭ রান।
প্রথমে মুজারাবানি বল ছাড়ার আগেই যেন মারার মাইন্ডসেট ঠিক করে রেখেছিলেন তামিম। তার বাড়তি বাউন্স পুল করতে গিয়ে টাইগার ওপেনার সোজা ওপরে তুলে দেন। দ্বিতীয় ওভারে ৯ রানেই বিদায় প্রথম উইকেটের। এরপর রান আর যোগ না করতেই সৌম্য’রও বিদায়। বেনেটের বলটি অফ স্টাম্পের বাইরে বেশ শর্ট লেংথেই ছিল। সেটিতে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন সৌম্য। এরপর উইকেটে দারুণ এসে দারুণ ব্যাট করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁকে সঙ্গ দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭০ রান। শান্ত ২৩ বলে ২৯ ও মাহমুদউল্লাহ ১৯ বলে ৩০ রানে অপরাজিত।
একাদশে তিন পরিবর্তন নিয়ে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের ম্যাচে বিশ্রামে থাকা তিন টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে এই ম্যাচের একাদশে ফেরানো হয়েছে। তাদের জায়গা করে দিতে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলামকে। অন্যদিকে রিচার্ড এনগারাভার জায়গায় জিম্বাবুয়ের একাদশে ফিরেছেন শন উইলিয়ামস।
বাংলাদেশ একাদশঃ তানজিদ তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশঃ তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post