স্পোর্টস ডেস্ক:: বয়সের কৌটা কৈশোরের ঘর পেরুতে পারেনি। মাত্র ১৭ বছর বয়সেই ইতিহাস গড়েছেন ভারতীয় কিশোর ডোম্মারাজু গুকেশ। ভারতী এই গ্র্যান্ড মাস্টার সবচেয়ে কমবসয়ী দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ জানানোর যোগ্যতা অর্জন করেছেন।
কানাডায় অনুষ্টিত ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ। এরফলে বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু চীনের ডিং লিরেনের মুখোমুখি হবে। নভেম্বর-ডিসেম্বর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ুর সঙ্গে লড়ার সুযোগ পাবেন গুকেশ।
মাত্র ১৭ বছর বয়সে ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন হয়ে গুকেশ ভেঙেছেন চার দশকের পুরনো রেকর্ড। কিংবদন্তী দাবাড়ু গ্যারি কাস্পারভের রেকর্ড এখন নিজের করে নিয়েছেন তিনি।
অন্য দিকে ভারতীয় কিংবদন্তী দাবাড়ু বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে ক্যান্ডিডেটস জেতার কীর্তি গড়েছেন গুকেশ। ২০১৪ সালে এই টুর্নামেন্টের খেতাব জিতেছিলেন বিশ্বনাথন আনন্দ।
কানার টরন্টোতে ১৪ রাউন্ডের এই প্রতিযোগিতায় আমেরিকার গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরার সঙ্গে শেষ রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে গুকেশ ড্র করেন। এর আগে ফ্যাবিয়ানো করুয়ানা ও ইয়ান নেপমনিয়াচির বিরুদ্ধে ড্র হওয়ার ফলে গুকেশের শেষ রাউন্ডে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ড্র প্রয়োজন ছিল।
চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি ৮৮ হাজার ৫০০ ইউরো তথা ১ কোটি ৩ লাখ ৪৬ হাজার টাকা আর্থিক পুরস্কার পেয়েছেন। চলতি বছরের শেষের দিকে গুকেশ চীনের বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনের মুখোমুখি হবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post