স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে গতকাল নিউক্যাসল ইউনাইটেডের মাঠ থেকে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে ম্যানচেস্টার সিটি থেকে এক পয়েন্ট কম নিয়ে তাদের পিছেই রইল মিকেল আর্তেতার দল।ফলে জিইয়ে আছে গানারদের শিরোপা সম্ভাবনা। তাতে দারুণ খুশি আর্তেতা।
নিউক্যাসলের বিপক্ষে জয়ে তৃপ্ত আর্তেতা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘যখন সামনে প্রশ্নবোধক কিছু থাকে, তখন তা সরাসরি সমাধান করতে হয়। গত বছর ওই হারের পর ড্রেসিং রুমের যে অবস্থা ছিল, তা আবারও অনুভব করা জরুরি ছিল যে কতটা যন্ত্রণাময় ছিল ওই হার এবং এরপর এবার এই ম্যাচের জন্য ভিন্ন পথ খুঁজে নেওয়ার প্রয়োজন ছিল। ছেলেরা তা দারুণভাবে করতে পেরেছে এবং আমি ওদেরকে নিয়ে সত্যিই গর্বিত।’
নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-০ গোলের জয় পায় আর্সেনাল। ১৪তম মিনিটে দলকে এগিয়ে নেন অধিনায়ক মার্টিন ওডেগোর। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে বাড়ে ব্যবধান। এ জয়ে ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ‘গানার’ হিসেবে পরিচিত দলটি।
আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে পেপ গার্দিওলার ম্যান সিটি। ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের তিনেই রয়েছে নিউক্যাসল। তবে এক ম্যাচ কম খেলে ম্যানইউর পয়েন্ট ৬৩। আর ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের পাছে লিভারপুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post