নিজস্ব প্রতিবদেক:: ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করে দলকে জয়ের বন্দরের কাছাকাছি রেখে সাজঘরে ফিরেছেন তাওহীদ হৃদয়। মারমুখী এই ব্যাটার যখন প্যাভেলিয়নে ফিরেছেন বাংলাদেশের সংগ্রহ তখন ৯১ রান। জয় থেকে বেশি দূরে নেই টাইগাররা।
১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে দলীয় ২৮ রানের মাথায় সাজঘরে ফিরেন অধিনায়ক শান্ত। ১৩ বলে ৭ রান করেছেন তিনি।
ছোট লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ ইনিংসের তৃতীয় বলেই হারিয়ছে উইকেট। ডাক মেরেছেন সৌম্য সরকার। দলীয় ১ রানেই বিদায় হয়েছেন তিনি। সৌম্য সরকারের বিদায়ের পর আরেক ওপেনার তানজিদ তামিমও ফিরেছেন দ্রুত। দলীয় ৬ রানেই ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। তামিম ফিরেছেন ৬ বলে ৩ রান করে।
ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে দলীয় ২৮ রানের মাথায় সাজঘরে ফিরেন অধিনায়ক শান্ত। ১৩ বলে ৭ রান করেছেন তিনি। এরপরই চতুর্থ উইকেটে হৃদয় ফিরেন সাজঘরে। ইনিংসের ১২তম ওভারের চতুর্থ বলে দলীয় ৯১ রানে বিদায়ের আগে ২০০ স্ট্রাইক রেটে চারটি ছক্কা ও একটি চারে ২০ বলে ৪০ রান করেছেন এই ব্যাটার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৩.২ ওভারে চার উইকেটে ৯৬ রান। ৩৪ রানে লিটন ও ৩ রানে সাকিব অপরাজিত আছেন।
এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলেই লঙ্কান ওপেনার কুশল মেন্ডিসকে সাজঘরে পাঠিয়েছেন তাসকিন আহমদ।
দুই চারে আট বলে ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফিরেছেন মেন্ডিস। দলীয় ২১ রানেই প্রথম উইকেট হারিয়েছে লঙ্কানরা।
শুরুর এই সাফল্য ধরে রেখে শ্রীলঙ্কা রানের চাকা স্লো করে দেন রিশাদ, মুস্তাফিজ, তাসকিনরা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে ১২৪ রান তুলতে সমর্থ হয় নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরে যাওয়া শ্রীলঙ্কা।
লঙ্কানদের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ২১ রান করেছেন ধনাঞ্জয়া ডি সিলভা। ২১ রান করেছেন চারিথ আসালাঙ্কা। ১৬ রানে থেমেছেন অ্যাঞ্জেলা ম্যাথিউজ। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার।
বাংলাদেশের হয়ে রিশাদ, মুস্তাফিজ ৩টি করে, তাসকিন ২টি ও তানজীম সাকিব ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post