নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে বাংলাদেশ। ৮ উইকেট হাতে নিয়ে কিউইদের থেকে ৩০ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। মিরপুরের উইকেটের যা অবস্থা তাতে ম্যাচে দুই দলই ভালোভাবেই আছে বলা যায়।
এদিকে বাংলাদেশের অফস্পিনার নাঈম হাসানের আশা, তারা ২০০ থেকে ২২০ রানে লিড নিতে পারবেন। নাঈমের কথা, ‘ইনশা আল্লাহ, ২০০-২২০ রান করলে ডিফেন্ড করতে পারব।’ অন্য এক প্রশ্নের উত্তরে ব্যাখ্যা করে বললেন, ‘প্রথম দিনের তুলনায় আজ উইকেট একটু ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। আমরা যদি একটা ভালো স্কোর করতে পারি, তাহলে ইনশা আল্লাহ জিতব। আমরা এখন ম্যাচে এগিয়ে আছি। এটা ধরে রাখতে হবে। যত ভালো ব্যাট করব, (অবস্থান) তত ভালো হবে।’
নাঈম আরও বলেন, ‘আমরা যদি ভালো ব্যাটিং করে একটা ভালো স্কোর করতে পারি, তাহলে ম্যাচ জিততে পারব। আমরা এখন ম্যাচে এগিয়ে আছি, এটা এখন আমাদের ধরে রাখতে হবে। এখান থেকে আমরা যতক্ষণ ব্যাটিং করব, যত ভালো ব্যাটিং করব তত ভালো হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post