স্পোর্টস ডেস্কঃ দিদিয়ের দেশমের ওপরই আস্থা রেখেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ২০২৬ সালের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। আগের চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত ফ্রান্সের দায়িত্বে থাকার কথা ছিল দেশমের। দেশকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠালেও এবার কাতারে রানার্সআপ হতে হয়েছে ফরাসিদের। কাতারের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে বসে তারা।
দেশম ফ্রান্সের কোচের দায়িত্ব পান ২০১২ সালের জুলাইয়ে। তার কোচিংয়ে ২০১৮ বিশ্বকাপ ও ২০২১ সালে উয়েফা নেশন্স লিগে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিল তারা। ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফুটবলার ছিলেন দেশম।
নতুন চুক্তি প্রসঙ্গে দেশম বলেন, ‘আমি এখন এমন একটা কিছু ঘোষণা করতে যাচ্ছি, যেটি আমার জন্য খুব খুশির খবর। আর খবরটা হলো সভাপতি (এফএফএফ সভাপতি নোয়েল গ্র্যায়েত) সিদ্ধান্ত নিয়েছেন, আমার (চুক্তির) মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়াতে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post