স্পোর্টস ডেস্ক:: ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্সকে আগামি দুই বছরের জন্য কোচ নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ জাতীয় দলের বর্তমান এই কোচের সাথে চুক্তি বাড়ানোর উদ্যোগড় নিয়েছে ক্রিকেট বোর্ড। আগামি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের কোচের দায়িত্বে থাকবেন তিনি।
শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ ছিল সিমন্সের। গত বছরের অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হয়ে ছিলেন সিমন্স। তার অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা ভাল করতে পারেনি টাইগাররা। তবে বিসিবি সন্তুুষ্ট হয়েছে এই কোচের পর। তাই মেয়াদ বাড়িয়ে করছে নতুন চুক্তি।
ফিল সিমন্স দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করেছেন। নতুন করে চুক্তি নবায়নের পর বেশ উচ্ছ্বসিত হয়েছেন এই কোচ। বিবৃত্তিতে সিমন্স বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সাথে দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই দলের মধ্যে যে অনেক প্রতিভা রয়েছে, তা অনস্বীকার্য। এবং আমি বিশ্বাস করি আমাদের একসাথে দুর্দান্ত কিছু অর্জন করার সম্ভাবনা রয়েছে। আমি সামনের যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
তিনি বলেন, ‘এরইমধ্যে কিছু ব্যতিক্রমী খেলোয়াড়ের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার। তাতে এই দলে প্রচুর সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি। তাদের দক্ষতা এবং খেলার প্রতি আবেগ আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। আমরা একসাথে বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি এবং সত্যিই বিশেষ কিছু তৈরি করতে পারি।’
সিমন্স আরও বলেন, ‘গত কয়েক মাস ধরে বাংলাদেশ দলের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা এবং কাটানো সময় অবিশ্বাস্যভাবে ফলপ্রসু হয়েছে। এই দলের মধ্যে আমি শক্তি, প্রতিশ্রুতি এবং ক্রিকেটার অসাধারণ সক্ষমতা দেখেছি। এই খেলোয়াড়দের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করতে আমি উদগ্রীব হয়ে আছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০