স্পোর্টস ডেস্কঃ ২০২৫ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টুর্নামেন্টটি আয়োজিত হবে ভারতে। পরের বছর ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। ভারত সর্বশেষ এশিয়া কাপ ক্রিকেট আয়োজন করেছিল ১৯৯০ সালে। ২৫ বছর পর আবারও ভারতে ফিরতে যাচ্ছে এই টুর্নামেন্ট।
আজ এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ২০২৫ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২০২৪ থেকে ২০২৭ চক্রে এসিসি স্পন্সরশিপের আগ্রহপত্র আহ্বানের বিজ্ঞপ্তিতে জানা গেছে এই খবর। এই চক্রে ছেলে ও মেয়েদের জাতীয় দল, বয়সভিত্তিক ও ইমার্জিং দল মিলিয়ে মোট ১৩টি টুর্নামেন্ট হবে।
২০২৫ এবং ২০২৭- এই দুই আসরেই অংশ নেবে বরাবরের মতো ছয়টি দেশ। এশিয়ার টেস্ট খেলুড়ে পাঁচটি দেশ (ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ) অংশ নেবে সরাসরি। বাকি দলটি আসবে বাছাইপর্ব পেরিয়ে। এদিকে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গত বছর পাকিস্তান ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে হওয়া টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post