স্পোর্টস ডেস্ক:: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়ে অসাধারণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে হারিয়েছে টাইগাররা। টেস্ট পথচলার ২৪ বছরে বাংলাদেশ এর আগে আর কখনো প্রথম ইনিংসে এতো কম রান করে জয় পায়নি।
১৫০ টেস্টের ইতিহাসে বাংলাদেশ এর আগে সর্বনিম্ন প্রথম ইনিংসে ২২০ রান করে ম্যাচ জিতেছিলো ২০১৬ সালে। সেবার মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিকরা প্রথম ইনিংসে ২২০ রান করেছিলো। ওই টেস্টে ইংলিশদের ১০৮ রানে হারিয়ে ছিলো বাংলাদেশ। এবার ওয়েস্ট ইন্ডিজে প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয়ে টাইগাররা ম্যাচ জিতেছে ১০১ রানে।
প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৪ রান করেও লিড নিয়েছিলো। ক্যারিবিয়ানরা নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায়। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ জাকের আলী অনীকের দুর্দান্ত ইনিংসে ভর করে ২৬৮ রান তুলে। ২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ১৮৫ রানে গুটিয়ে গেলে বাংলাদেশ পায় ১০১ রানের স্মরণীয় এক জয়।
টাইগার ক্রিকেট প্রেমীদের জন্য বুধবারের ভোরটা ছিলো অন্যরকম এক আনন্দের। ক্যারিবিয়ান দ্বীপে প্রথম টেস্টে বিধ্বস্ত বাংলাদেশ দ্বিতীয় টেস্টেই তুলে নিলো অসাধারণ এক জয়। দুই ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়। মেহেদী হাসান মিরাজ টেস্টের অধিনায়কত্বের অধ্যায়ে দ্বিতীয় টেস্টের বাজিমাত করলেন।
বল হাতে ক্যারিবিয়ানদের নাকানি চুবানি খাইয়েছেন নাহিদ রানা। চতুর্থ দিনের শেষ বেলায় বাংলাদেশকে জয়ের আনন্দে ভাসিয়েছেন তিনিই। শামার জোসেফের স্ট্যাম্প উড়িয়ে দিলেন একেবারে পড়ন্ত বেলায়। তাতেই এক দিন হাতে রেখে অসাধারণ এক জয় তুলে নিয়েছে মিরাজ বাহিনী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ/ডেস্ক/০০