স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিসিবি হাই পারফম্যান্স স্কোয়াডের (এইচপি) ক্যাম্প। যেখানে ডাক পেয়েছেন দুই উঠতি লেগ স্পিনার নাঈম হোসেন সাকিব ও মেহেদি হাসান। তিন সপ্তাহের স্ট্রেংথ ও কন্ডিশনিং ক্যাম্প দিয়ে আগামীকাল শুরু হচ্ছে এইচপির এবারের কার্যক্রম। এবার ক্যাম্পে রাখা হয়েছে ২৫ জন ক্রিকেটারকে।
ঢাকায় তাত্ত্বিক বিষয়ের ক্যাম্পের পর রাজশাহী ও বগুড়ায় হবে স্কিল ট্রেনিং ও ম্যাচ অনুশীলন। ২০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলবে তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে ক্রিকেটারদের ক্যাম্প। এরপর ২১ জুন থেকে ১৮ আগস্ট দুই ভাগে বগুড়া ও রাজশাহীতে হবে ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প।
ম্যাচ সিনারিও অনুশীলনের সঙ্গে ক্রিকেটারদের আন্তঃস্কোয়াড একটি ম্যাচ আয়োজন করা হবে বলে জানা গেছে। ২৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন এইচপির ক্রিকেটাররা।
বিসিবি এইচপি স্কোয়াড : মাহফিজুর ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান শিবলি, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান, আরিফুল ইসলাম, এসএম মেহরুব হাসান, আইচ মোল্লাহ, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদী হাসান, নাঈম হোসেন সাকিব, রুয়েল মিয়া, রিপন মণ্ডল, আশিকুর জামান ও রোহানাত দৌল্লা বর্ষণ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post