স্পোর্টস ডেস্ক:: অবশেষে নিজের জন্য পুরো একটা দিন পেলো ফুটবল। বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবলের জন্য একটি নির্দিষ্ট দিন ঘোষণা করেছে জাতিসংঘ। জাতিসংঘ ২৫মেকে বিশ্ব ফুটবল দিবস ঘোষণা করেছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্যদেশগুলোর ভোটে বিশ্ব ফুটবল দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে। চলতি বছর থেকেই পালন করা হবে বিশ্ব ফুটবল দিবস। সদস্যদেশগুলোর সদস্যরা ২৫ মেকে বেছে নিয়েছেন বিশ্ব ফুটবল দিবসের জন্য। ডেনিস ফ্রান্সিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ পরিষদে ১৯৩টি সদস্যদেশ সর্বসম্মতিক্রমে ২৫ মে বিশ্ব ফুটবল দিবসের পক্ষে ভোট দেয়।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, জাতিসংঘ বিশ্ব ফুটবল দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে। ফুটবল দিবস হিসেবে ২৫ মে নির্ধারণ করা হয়েছে ১৯২৪ সালের একই তারিখকে সামনে রেখে। শত বছর আগের ২৫ মেতে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল ইভেন্ট শুরু হয়েছিল। সেটি ছিল ফুটবলে বিশ্বের সব অঞ্চলের প্রতিনিধিত্ব থাকা প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট।
জাতিসংঘে লিবিয়ার স্থায়ী প্রতিনিধি তাহের এল-সনি সাধারণ পরিষদে বিশ্ব ফুটবল দিবসের রেজলু্যশন উপস্থাপন করেন। প্রস্তাবনায় ‘ফুটবল অথবা সকার (যুক্তরাষ্ট্রে এই নামে পরিচিত) বিশ্বের ১ নম্বর খেলা এবং বিশ্বজুড়ে অনুসরণ করা হয়’ উল্লেখ করে এল-সনি বলেন, এটি একটি খেলার চেয়েও বেশি কিছু, যা সব বয়সীরা রাস্তায়, গ্রামে, স্কুলে এবং পল্লিতে আনন্দের জন্য ও প্রতিযোগিতামূলকভাবে খেলে থাকে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post