স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে কাপে আজ রীতিমতো টর্নেডো বইয়ে দিয়েছেন জ্যাক ম্যাকগার্ক। মাত্র ২৯ বলে সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। যা লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। যা আগে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের দখলে ছিল।
দক্ষিণ অস্ট্রেলিয়ার কারেন রল্টন ওভালে রোববার সকালে আগে ব্যাট করে ৪৩৫ রানের পাহাড় গড়ে তাসমানিয়া। রান তাড়ায় দক্ষিণ অস্ট্রেলিয়ার জ্যাক ম্যাকগার্ক রেকর্ড গড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন। ওপেনিংয়ে নেমে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। ৩৮ বলে ১০ চার ও ১৩ ছক্কায় ১২৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন এই ব্যাটার। পেশাদার ক্রিকেটে এটাই তার প্রথম সেঞ্চুরি। আর প্রথম সেঞ্চুরিতেই বিশ্বরেকর্ড!
লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৬ বলে সেঞ্চুরি আছে সাবেক নিউজিল্যান্ড তারকা কোরি অ্যান্ডারসনের। এই তালিকায় নাম আছে সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদিরও। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। এবার তাঁদের সবাইকে ছাড়িয়ে গেলেন ম্যাকগার্ক। তাঁর রেকর্ড গড়া সেঞ্চুরিতে জয়ের পথে দক্ষিণ অস্ট্রেলিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post