স্পোর্টস ডেস্ক:: আল নাসরে খেলে ক্লাবটির মালিকানাই নিয়ে নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আরেক মৌসুম ক্লাবটিতে খেলবেন তিনি। সেজন্য প্রতি মিনিটে আল নাসর থেকে তিনি পারবেন ৪৩ হাজার টাকা। এক মৌসুমের জন্য আল নাসর পর্তুগিজ তারকাকে চুক্তিবদ্ধ করছে ২ হাজার ২৯৫ কোটি টাকায়।
শুধু বিশাল পারিশ্রমিকই নয়, ক্লাবের প্রতি সিআর সেভেনের নিবেদন দেখে আল নাসর কর্তৃপক্ষ ক্লাবটির মালিকানায়ও যুক্ত কারছেন তাকে। নাসরের ৫ শতাংশ মালিকানা থাকছে রোনালদোর হাতে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা এসব তথ্য জানিয়ে বলছে, ‘শতাব্দী সেরা’ চুক্তি হচ্ছে রোনালদো ও নাসরের সঙ্গে।
নতুন চুক্তিতে রোনালদো এক মৌসুমে আল নাসর থেকে আয় করবেন বিপুল অর্থ। ১৮ কোটি ৩০ লাখ ইউরো বা বাংলাদেশের মুদ্রায় প্রায় ২২৯৫ কোটি টাকা পাবেন রোনালদো। সেই হিসেবে প্রতি মাসে প্রায় ১৯১ কোটি টাকা, সপ্তাহে প্রায় ৪৪ কোটি টাকা, দিনে প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা, ঘণ্টায় প্রায় ২৬ লাখ, মিনিটে প্রায় ৪৩ হাজার টাকা ও সেকেন্ডে প্রায় ৭১৬ টাকা আয় করবেন। এর সঙ্গে ক্লাবের মালিকানাতো আছেই।
মার্কা জানিয়েছে, লোভনীয় এসব প্রস্তাবে রোনালদো সৌদী আরবে আরো এক মৌসুম থাকছেন। বিশ্বের অন্যতম সেরা এই তারকাকে ধরে রাখতে টাকা, মালিকানার বাইরে তার দেওয়া বিশেষ শর্তও মেনে নিচ্ছে ক্লাবটি। গণমাধ্যমটি জানিয়েছে, রোনালদো দলের শক্তিমত্তা বাড়াতে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে টানতে বলেছেন। তাঁদের মধ্যে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো আছন।
সৌদী আরবে বছর তিনেক থেক আছেন রোনালদো। ২০২২ বিশ্বকাপ শেষে আল নাসরে যোগ দেন রোনালদো। বাণিজ্যিক ও পৃষ্ঠপোষকতা চুক্তি এবং বেতনভাতা মিলিয়ে ২০ কোটি ইউরোয় সৌদী আরবে যান তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০