স্পোর্টস ডেস্ক:: ম্যাচের ৮১তম মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে। নিশ্চিত হারের পথে এগুচ্ছিলো জাভির বার্সেলোনা। সেখান থেকেই দারুণ ভাবে ঘুরে দাঁড়ানোর গল্প লিখলো বার্সেলোনা। ৮১ থেকে ৮৯তম মিনিটের মধ্যেই একে একে তিন গোল। আট মিনিটের ওই তিন গোলেই সেলতা ভিগোর বিপক্ষে দারুণ জয় লেভানডফস্কিদের।
নিশ্চিত পয়েন্ট খুঁয়ানো থেকে দলকে বাঁচানোর নায়ক লেভানডফস্কি ও জোয়াও ক্যানসেলো। দু’জনেই শেষ মুহূর্তে রক্ষা করেছেন লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন। দারুণ এক জয় উপহার দিয়েছেন সমর্থকদের।
ম্যাচের ৮১তম মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থাকা সেলতা ভিগোকে শেষ পর্যন্ত হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। বার্সেলোনাকে লড়াই করে জিততে হয়েছে। পাঁচ গোলের ম্যাচ জাভির দল শেষ পর্যন্ত জিতেছে ৩-২ ব্যবধানে।
লেভানডফস্কির জোড়া গোলের সঙ্গে জোয়াও ক্যানসেলোর এক গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে দুই দল। সেলতা ভিগো কুড়ি মিনিটের আগেই লিড নেয়। ম্যাচের ১৯তম মিনিটে জার্গেন স্ট্র্যান্ড লারসেনের গোলে সেলতা এগিয়ে যায় ১-০ ব্যবধানে। পিছিয়ে পড়া বার্সেলোনা প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি। এগিয়ে থেকেই বিরতিতে যায় সেলতা।
বিরতির পর বার্সেলোনা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। একের পর এক আক্রমণ করতে থাকে জাভির শিষ্যরা। বলও নিজেদের নিয়ন্ত্রণে রাখে দলটি। তবে সমতায় ফিরতে পারছিলো না। উল্টো পিছিয়ে পড়ার ব্যবধান আরো বাড়ে।
ম্যাচের ৭৬তম মিনিটে তাসোস ডুভিকাসের গোলে সেলতা লিড বাড়িয়ে নেয় ২-০ ব্যবধানে। এরপরই জ্বলে উঠে বার্সা। লেভানডফস্কি জোড়া গোল করে দলকে সমতায় ফেরান। ৮১তম মিনিটে প্রথম গোল করে এই তারকা ব্যবধান ২-১ করেন। মিনিট চারেক পরেই ৮৫তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে দলকে সমতায় ফেরান তিনি।
২-২ গোলের সমতায় থাকা ম্যাচ ‘ড্র’য়ের দিকেএগুচ্ছিলো। কিন্তুু তা হতে দেননি জোয়াও ক্যানসেলো। শেষ সময়ে ৮৯তম মিনিটে দারুণ এক গোল করে দলের ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।
ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্র’য়ে ১৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে,সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে ঘরিনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post