নিজস্ব প্রতিবেদকঃ চতুর্থ দিনের শুরুটা ভালো হয় নি বাংলাদেশের। সিলেট টেস্টে শুক্রবারের শুরুতে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর নিয়মিত বিরতিতে ফিরেন শাহাদাত হোসেন দিপু-মুশফিকুর রহিম-নুরুল হাসান সোহানও। তাতে দ্বিতীয় ইনিংসে ৩০৮ রান করতেই ৭ উইকেট হারিয়েছে টাইগাররা। চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩০১ রান। উইকেটে আছেন মেহেদি হাসান মিরাজ ও নাঈম হাসান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ৩ উইকেটে ২১২ রান করা বাংলাদেশ দলের লিড ছিল ২০৫ রান। তবে টাইগারদের স্বস্তি দেয়নি নিউজিল্যান্ড। দিনের প্রথম সেশনেই ৪ উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অপরাজিত থেকে মধ্যাহ্নবিরতিতে গেছেন মেহেদী হাসান মিরাজ (৩২) ও নাঈম হাসান (৩)। আজ শুরুতে ফিরেন অধিনায়ক শান্ত।
টিম সাউদির করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দেন শান্ত। ১৯৮ বলে ১০৫ রানের দুর্দান্ত একটি ইনিংসের ইতি হয় তাতে। এরপর মুশফিকুর রহিমের সঙ্গী হয়েছিলেন শাহাদাত হোসেন দিপু। কিন্তু তিনি বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯ বলে ১৮ রান করে এলবিডব্লিউ হয়েছেন এই ডানহাতি ব্যাটার।
ফিফটি তুলে নেওয়ার পর মুশফিকও বেশিক্ষণ লড়াই করতে পারেননি। অ্যাজাজ পাটেলের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ১১৭ বলে ৭ চারে ৬৭ রান করে বিদায় নেন অভিজ্ঞ এই ব্যাটার। এরপর গ্লেন ফিলিপসের শিকার হন নুরুল হাসান সোহান (১০)। তবে মিরাজ ও নাঈম হাসানের কল্যাণে লিডে তিনশ রানের কোটা পেরোয় বাংলাদেশ। দিনের দ্বিতীয় সেশনে আবার ব্যাটিংয়ে নামবেন মিরাজ-নাঈম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post