স্পোর্টস ডেস্ক:: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির আর্থিক পুরস্কার ঘোষণা দিয়ে রেখেছিলো। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়ে ছিলো, এবার কেউ খালি হাতে ফিরবে না। কিছু না কিছু পুরস্কার মিলবে অংশগ্রহণকারী দলগুলোর। সেটাই হয়েছে। যারা অংশ নিয়েছে প্রত্যেকেই নির্দিষ্ট একটা টাকা পেয়েছে। যারা ম্যাচ জিতেছেন, সেজন্যও মিলেছে অর্থ। এমনকি পয়েন্ট টেবিলের অবস্থানেও ছিলো বাড়তি অর্থের সুযোগ।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রায় ৮৪ কোটি টাকা আর্থিক পুরস্কার রেখেছিলো। যার মধ্যে ৩০ কোটিই জিতেছে ভারত। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মোট ৬৯ লাখ ইউএস ডলার পুরস্কার নির্ধারিত ছিলো, বাংলাদেশি মুদ্রায় ৮৩ কোটি ৮০ লাখ টাকা ।টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এরইমধ্যে প্রতিটি দলকেই ১ লাখ ২৫ হাজার ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা) করে দেওয়া হয়েছে।
অংশ গ্রহনের ফি’র বাইরে প্রতিটি ম্যাচ জয়ের জন্যও টাকা পেয়েছে দলগুলো। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জেতার জন্য ৩৪ হাজার ডলার পুরস্কার দেওয়া হয়েছে। যা বাংলাদেশি ৪১ লাখ ২৮ হাজার টাকা। চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারণ করা হয়েছে ২২ লাখ ৪০ হাজার ডলার। চ্যাম্পিয়নের পাশাপাশি ভারত গ্রুপের সবগুলো ম্যাচ জেতার কারণেও বড় অঙ্কের বাড়তি অর্থও পেয়েছে। ২৪ লাখ ৬০ হাজার ডলার নিজেদের একাউন্টে নিয়েছেন রোহিত শর্মারা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ কোটি।
চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্সআপ দল হিসেবে নিউজিল্যান্ড পেয়েছে ১১ লাখ ২০ হাজার ডলার। এছাড়া গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতায় মিচেল স্যান্টনাররা ১৩ লাখ ১০ হাজার ডলার পেয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০