স্পোর্টস ডেস্কঃ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই জয় দিয়ে শুরু করলো স্পেন। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নরওয়েকে ৩-০ গোলে হারিয়েছে ২০১০ বিশ্বকাপ জয়ীরা। যেখানে অন্যতম নায়ক হোসেলু। ৩৩ ছুঁইছুঁই বয়সে নিজের জাতীয় দলে অভিষেকের দিন জোড়া গোল করেছেন এই ফুটবলার।
ঘরের মাঠ মালাগায় শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই সাফল্য পায় স্পেন। ম্যাচের মাত্র ১৩ মিনিটের মাথায় দানি ওলমোর গোলে লিড নেয় স্বাগতিকরা। এরপর ম্যাচের প্রথমার্ধে হয়নি আর কোনো গোল। হলান্ডবিহীন নরওয়ে আক্রমণ করেও গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধেও গোল হচ্ছিল না। ম্যাচের শেষ দিকে ৮১তম মিনিটে বদলি হিসেবে নামানো হয় হোসেলুকে। আর অভিষেক ম্যাচ খেলতে নেমেই দেখিয়েছেন ঝলক। মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি। ৮৩ ও ৮৫তম মিনিটে দুটি গোল করেন দিন দুয়েক পর ৩৩ বছরে পা দিতে যাওয়া এই ফুটবলার। এর মধ্যে প্রথমটি হেডে এবং পরেরটি বাঁ পায়ে করেন এস্পানিওল তারকা।
এই জয়ে স্পেনের নতুন শুরু হলো। বিশ্বকাপের পর এই প্রথমবার মাঠে নামলো দলটি। কাতার বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিন থেকে মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়। এরপর কোচ লুইস এনরিকে পদত্যাগ করেন। জাতীয় দল থেকে অবসর নেন অধিনায়ক ও তারকা মিডফিল্ডার সার্জিও বুসকেটস।
নতুন কোচ হিসেবে যোগ দেন লুইস দে লা ফুয়েন্তে। এছাড়া নতুন অধিনায়ক হন আলভারো মোরাতা। সব মিলিয়ে নতুন পথচলাটা বেশ দারুণই হলো স্পেনের জন্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post