নিজস্ব প্রতিবেদকঃ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এক জয়, ওয়ানডেতে এক জয় ও সিরিজ ১-১ সমতায় শেষ করা মোটা অঙ্কের আর্থিক পুরষ্কার পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। পুরো দলকে ৩৫ লাখ টাকা বোনাস দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিরিজ শেষ হওয়ার পর রোববার টিম হোটেলে ক্রিকেটারদের সাথে দেখা করতে গিয়েছিলেন পাপন। সেখানে সঙ্গে ছিলেন অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি নাদেল ও নারী উইংয়ের ভাইস চেয়ারম্যান নাজিব আহমেদ।
ক্রিকেটারদের সাথে দেখা করে সেই পুরষ্কার ঘোষণা করেন পাপন। ৩৫ লাখ টাকার মধ্যে ২৫ লাখ টাকা পাবেন নারী দলের ক্রিকেটাররা। এছাড়া বাংলাদেশের নারীদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম সেঞ্চুরি হাঁকানো ফারজানা হক পিংকিকে আলাদা করে ২ লাখ টাকা দেওয়া হবে। আরও কিছু ক্রিকেটারকে এরকম ব্যক্তিগত পারফর্ম্যান্স হিসেবে এক থেকে দুই লাখ টাকা দেওয়া হবে। এর বাইরে বাকি অর্থ কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্টের সদস্যদের দেওয়া হবে।
এই নিয়ে পাপন বলেন, ‘আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য, সঙ্গে যারা পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post