স্পোর্টস ডেস্কঃ ২০১৯ সালের পর প্রথমবার বার্সেলোনা স্বপ্ন দেখছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাওয়ার। কিন্তু দুর্দান্ত ছন্দে ফেরা কিলিয়ান এমবাপে আর তিন লাল কার্ড দেখানো রেফারি ইস্তভান কোভাকস যেন ছিটকে দিল বার্সাকে। কোভাকস প্রথমার্ধে প্রথম লাল কার্ড দেখিয়েছেন বার্সার রক্ষণের নেতা রোনাল্ড আরাউহোকে। এরপর ৬৪ মিনিটে ভিএআর দেখেও বার্সার পেনাল্টি আবেদন নাকচ করেছেন। মাঝে লাল কার্ড দেখিয়েছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ এবং গোলরক্ষক কোচ রোমান দে লা ফুয়েন্তেকে।
মঙ্গলবার এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ৪-১ গোলে জয় পায় পিএসজি। প্রথম লেগে ৩-২ গোলে জয় পেয়েছিল বার্সা। কিন্তু ফিরতি লেগে ঘরের মাঠে নামে একটি ভুলে যেন সব শেষ হয় দলটির। দুই লেগ মিলিয়ে একটা পর্যায়ে ৪-২ গোলে পিছিয়ে পড়া পিএসজি শেষ পর্যন্ত ৬-৪ গোলের অগ্রগামিতায় পৌঁছে গেল পরের ধাপে। অথচ ম্যাচের ১২ মিনিটে রাফিনিয়া গোল করে বার্সাকে এগিয়ে দেন আরও। কিন্তু গতিপথ পাল্টে যায় ২৯ মিনিটে। পিএসজির ব্রাডলি বারকোলাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার আরাউহো। এরপরেই স্বাগতিক বার্সার ওপরে চেপে বসে প্যারিসের দলটি।
৪০তম মিনিটে পিএসজিকে ম্যাচে ফেরান ওসমান দেম্বেলে। বাঁ দিক থেকে বারকোলার বাড়ানো বলে দূরের পোস্টে ডান পায়ের শটে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। বিরতির আগে তার আরেকটি প্রচেষ্টা পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। চাপ ধরে রেখে ৫৪তম মিনিটে আবার বার্সেলোনার জালে বল পাঠায় পিএসজি। বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন ভিতিনিয়া। দুই লেগ মিলিয়ে তখন ৪-৪ সমতা। একটু পরই রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে টাচলাইনে থাকা পানির বোতলে লাথি মারেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ, কিছু একটা বলতে থাকেন রেফারিকে। বার্সেলোনা কোচকে লাল কার্ড দেখান রেফারি।
৬১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৩-১ করেন এমবাপে। জোয়াও কানসেলো বক্সে দেম্বেলেকে ফাউল করায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। দুই লেগ মিলিয়ে তখন ৫-৪ গোলে এগিয়ে যায় পিএসজি। এমবাপে ৮৯ মিনিটে করেন নিজের জোড়া গোল। তাতে ৪-১ ব্যবধানে জয় পায় তার দল। দুই লেগ মিলিয়ে ৪-৬ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত হয় পিএসিজির। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে। গত রাতে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে জার্মান ক্লাবটি জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। বুধবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি এবং বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post