স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলের এক তরুণ তারকাকে দলে নিয়েছে ব্রাইটন। আর এজন্য দলটিকে খরচ করতে হয়েছে ৪০০ কোটিও বেশি টাকা। ওয়াটফোর্ড থেকে ব্রাইটনে নাম লিখিয়েছেন জোয়াও পেদ্রো। ব্রাজিলিয়ান এই ফুটবলারকে অবশ্য এখনি নয়, আগামি মৌসুমের শুরু থেকেই পাবে ব্রাইটন।
৩০ মিলিয়ন পাউন্ডের এই চুক্তিতে জোয়াও পেদ্রো ৫ মৌসুম খেলবেন ব্রাইটনে। অর্থাৎ ২০২৩ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটিতে খেলবেন তিনি। ওয়াটফোর্ড আগামি মৌসুমে ছেড়ে দেবে এই ফুটবলারকে।
এর আগে তিনি ব্রাজিলের ক্লাব ফ্লুমেন্সে ছিলেন জোয়াও। ওয়াডফোর্টে ২০২০ সালের শুরুতে যোগ দেন তিনি। ক্লাবটির হয়ে ১০৯ ম্যাচ খেলেছেন। করেছেন ২৪ গোল। গতবছর অবনমন অঞ্চলে থাকায় এবার ইংলিশ প্রিমিয়ার লিগে নেই ওয়াটফোর্ড। খেলতে হচ্ছে পরের স্তরের চ্যাম্পিয়নশিপ লিগ।
ব্রাইটনের টেকনিক্যাল ডিরেক্টর ডেভিড উইয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘জোয়াও আমাদের লম্বা সময়ের পরিকল্পনায় ছিল। পুরো ইউরোপজুড়ে তার প্রতি অনেক আগ্রহ আছে। সে একজন প্রতিভাবান তরুণ। খুব দক্ষ, দ্রুত এবং গোলের জন্য তৃষ্ণার্ত থাকে। সে আমাদের ফরোয়ার্ড লাইনে শীঘ্রই পূর্ণতা দেবে। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post