স্পোর্টস ডেস্ক:: রিয়াল মাদ্রিদ ছাড়ছে করিম বেনজেমা। ক্লাবকে জানিয়ে দিয়েছেন নিজের সিদ্ধান্ত। ৪০ কোটি ইউরোতে তিনি যাচ্ছেন সৌদী আরবে। প্রো লিগের ক্লাব আল ইতিহাদে যাচ্ছেন ফরাসি এই তারকা।
ইতিমধ্যে রিয়ালকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন করিম বেনজেমা। জানিয়েছেন, মাদ্রিদে আর তিনি থাকতে চান না। সেটাই তার শেষ কথা। ফুটবলাঙ্গণে রীতিমতো বোমা ফাটালেন তিনি। কারণ নিজের সিদ্ধান্ত তিনি জানানোর আগ পর্যন্ত তার দল ছাড়ার খবর কেউ জানতে পারেনি।
দ্রুতই আনুষ্ঠানিক ভাবে সংবাদ সম্মেলনে করে নিজের সিদ্ধান্ত আরো পরিস্কার ভাবে জানিয়ে দেবেন বেনজেমা। রিয়াল মাদ্রিদ যদিও তাকে রাখার চেষ্টা করছে, তবে সেই চেষ্টা বিফলে যাবে। ফরাসি তারকা আল ইতিহাদের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। তাকে ফেরানোর আর কোনো সুযোগ নেই।
একই দিন পিএসজি তারকা লিওনেল মেসির সিদ্ধান্তও পরিস্কার হয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লাব ছাড়ছেন। তিনি সৌদী আরবের আল হিলালেই যাচ্ছেন। বছরে ৪০ কোটিতে প্রো লিগের ক্লাব আল হিলালেই যোগ দেবেন আর্জেন্টাইন অধিনায়ক।
ফরাসি গণমাধ্যম ফুত মেরকাত জানিয়েছে, রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বেনজেমার। নতুন করে চুক্তি করছেন না তিনি। জানিয়ে দিছেন ক্লাবকেও। মুক্তর খেলোয়ারড় (ফ্রি এজেন্ট) হিসেবে তিনি আল ইতিহাদে যোগ দিচ্ছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post