স্পোর্টস ডেস্ক:: দুই দলের আগের ম্যাচটিতেই হয়েছে বিশ্ব রেকর্ড। সিরিজ সমতায়ও ফিরেছিলো। অলিখিত ফাইনালও হলো বড় রানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩৩ রানের ম্যাচটি ৭ রানে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টি-২০ সিরিজ ক্যারিবিয়ানরাত জিতেছে ২-১ ব্যবধানে।
আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের সম্মিলিত লড়াইয়ে ৮ উইকেটে ২২০ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা রেজা হ্যানড্রিক্সের ব্যাটে লড়াই করেও থেমেছে ২১৩ রানে।
২২১ রানের বড় লক্ষ্যে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা দলীয় ৩২ রানেই হারায় ওপেনার কুইন্টন ডি কককে। চার চারে ২১ বলে ২১ রানে সাজঘরে ফিরেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে রাইলী রুশোকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন রেজা। এরপরই রুশোর বিদায়ে ভাঙে তাদের জুটি। চার চার ও তিন ছক্কায় ২১ বলে ৪২ রান করে ফিরেন রুশো।
এরপর থেকেই দক্ষিণ আফ্রিকা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে এক প্রান্তে দারুণ ব্যাট করতে থাকেন রেজা হ্যানড্রিক্স। এগারো চার ও দুই ছক্কায় ৪৪ বলে ৮৩ রান করে তিনি যখন সাজঘরে ফিরেন তখনি ম্যাচ থেকে ছিটকে যায় প্রোটিয়ারা। অধিনায়ক মার্করাম ১৮ বলে ৩৫ রান করেও দলের হার এড়াতে পারেননি। ৬ উইকেটে ২১৩ রানে থামে তার দল।
আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় ৮ উইকেটে ২২০ রান তুলতে সমর্থ হয়। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড। ২২ বলের ইনিংসে দু’টি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। দুই চার ও চার ছক্কায় ২১ বলে ৪১ রান করেন নিকোলাস পুরান।
ক্যারিবিয়ান ওপেনার ব্রেন্ডন কিং করেন ৩৬ রান। ২৭ রান আসে রানআউট হওয়া রেম্যান রেফিয়ারের ব্যাট থেকে। ১৪ রান করে অপরাজিত থাকেন আলজারি জোসেফ । ১৭ রান আসে কাইল মায়ার্সের ব্যাট থেকে।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ও লুঙ্গি ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post