স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবাকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ক্লাব ও জাতীয় দল—সব ধরনের ফুটবলে কার্যকর থাকবে। তবে রায়ের বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করতে পারবেন জুভেন্টাসের এই ফুটবলার।
ডোপ টেস্টে পগবার শরীরে উচ্চমাত্রার টেস্টোস্টেরোনের উপস্থিতি পাওয়ায় সেপ্টেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। পরের মাসে এই ফুটবলারের ‘বি’ নমুনার টেস্টের রিপোর্টও পজিটিভ আসে। তারই প্রেক্ষিতে নিষেধাজ্ঞার খবর এলো বৃহস্পতিবার। ৩০ বছর বয়সী পগবাকে এই নিষেধাজ্ঞা দিয়েছে ইতালির জাতীয় ডোপিং-বিরোধী ট্রাইব্যুনাল।
স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেয়ার আগে দ্বিতীয় দফায় নমুনার কাউন্টার অ্যানালাইসিস করা হয়েছে। সেখানেও পজিটিভ এসেছেন পগবা। তাঁর দাবি ছিল, নিষিদ্ধ ড্রাগ গ্রহণের বিষয়টি তার জানা ছিল না। যুক্তরাষ্ট্রে থাকা এক চিকিৎসক বন্ধু তাঁকে একটি ওষুধ নিতে বলেছিলেন, তবে সেটিতে টেস্টোস্টেরনের উপস্থিতির বিষয়টি তিনি জানতেন না।
ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা পগবা ২০২২ সালে যোগ দেন জুভেন্টাসে। ফ্রান্সের জার্সিতে এখন পর্যন্ত ৯১ ম্যাচ খেলে ১১টি গোল করেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসে দুই দফায় মোট ৪২৩ ম্যাচ খেলে করেছেন ৭৩ গোল। জুভেন্টাসের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি আছে তার। তবে নিষেধাজ্ঞার মেয়াদ না কমলে তুরিনের ক্লাবে আর খেলা হবে না এই তারকার। খেলা হবে না ২০২৬ বিশ্বকাপেও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post