স্পোর্টস ডেস্কঃ ২৪তম গ্র্যান্ড স্লাম জিতে টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেললেন নোভাক জোকোভিচ। এবারের ইউএস ওপেন ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়েছেন সার্বিয়ান এই তারকা। রাশিয়ার মেদভেদেভকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে তিনি জিতেছেন নিজের ২৪তম গ্র্যান্ড স্লাম। এর ফলে ৫০ বছর অক্ষত থাকায় পর মার্গারেটের এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসালেন জোকোভিচ।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটে জোকোভিচ ৬-৩ গেমের অনায়াসে জয় পেলেও দ্বিতীয় সেটে অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তোলেন মেদভেদেভ। দুজনের হার না মানা লড়াইয়ের কারণে সেই সেটের স্থায়িত্ব হয় ১ ঘণ্টা ৪৪ মিনিট। শেষ পর্যন্ত অবশ্য শেষ হাসি হেসেছেন জোকোভিচই। সেটটি তিনি জেতেন ৭-৬ (৭-৫) গেমে।
দ্বিতীয় সেটে নিজেকে উজাড় করে দেওয়া মেদভেদেভ তৃতীয় সেটে আর পারেননি। হেরে যান ৬-৩ গেমে। আর এতেই রেকর্ডের চূড়ায় ওঠেন জোকোভিচ। কয়েক মাস আগেই উইম্বলডনের ফাইনালে স্পেনের কার্লোস আলকারাজের বিপক্ষে হেরে গিয়েছিলেন তিনি। সেই ম্যাচে হারের পর থেকে টানা ১২টি ম্যাচ জিতলেন এই তারকা। এই বছর তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় রাফায়েল নাদাল (২২) এবং রজার ফেডেরারকে (২০) আগেই পিছনে ফেলে দিয়েছিলেন জোকোভিচ। এবার ছুঁয়ে ফেললেন সব থেকে বেশি সিঙ্গলসে গ্র্যান্ড স্লামের মালিক মার্গারেটকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post