নিজস্ব প্রতিবেদক:: মাহা-সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগে আবু জায়েদ রাহী ও জয়নুলের আগুনে বোলিংয়ে রীতিমতো উড়ে গেছে অনির্বাণ ক্রীড়া চক্র। বঙ্গবীর অগ্রগামি ক্রীড়া চক্রের দুই পেসার রাহী ও জয়নুল একাই তুলে নিয়েছেন প্রতিপক্ষের ১০ উইকেট। তাতে করে বঙ্গবীর জিতেছে ১০ উইকেটের বড় ব্যবধানে।
সিলেট জেলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা অনির্বাণ ক্রীড়া চক্র রাহী-জয়নুলের বোলিং তোপে মাত্র ৭৩ রানে গুটিয়েযায় ২০.৫ ওভারে। দলেরপক্ষে সায়েম ইনিংস সর্বোচ্চ ২৮ রান করেন।, শ্রাবণ ও আসাদ ৮ রান করে সংগ্রহ করেন।
বঙ্গবীরের হয়ে রাহী ও জয়নুল ৫টি করে উইকেট লাভ করেন।
মাত্র ৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নামা বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র এক উ্ইকেটহ হারীয়ে ১৫.৫ ওভারেই জয় নিশ্চিত করে। দলের পক্ষে এজাজ ইনিংস সর্বোচ্চ ৫১রান করে অপরাজিত থাকেন।এছাড়াও মোস্তফা করেন ১১ রান।
অনির্বাণ ক্রীড়া চক্রের রায়হান ১টি উ্ইকেট লাভ করেন। ম্যাচ সেরা হন রাহী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post