স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। লুটন টাউনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ৭৩ পয়েন্ট নিয়ে সবার উপরে উঠলো পেপ গার্দিওয়ালার দল।
সিটির তারকাদের একের পর এক আক্রমণে পুরো ম্যাচে কোণঠাসা হয়ে থাকে নিচের সারির দল লুটন টাউণ। প্রতিপক্ষকে নিয়ে এক প্রকার ছেলেখেলা করে ছাড়ে হল্যান্ডরা।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই লুটনের আত্মঘাতী গোলে লিড নেয় সিটি। শুরুর আত্মঘাতী গোলের পর লুটন টাউণ রক্ষণাত্মক হয়ে উঠে। সিটির একের পর এক আক্রমণ সামলাতে থাকে দলটি। প্রথমার্ধ পর্যন্ত হল্যান্ডদের আটকেও রাখে পয়েন্ট টেবিলের তলানির দল লুটন। তাই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যেতে হয় সিটিকে।
দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু হলে ৬৪তম মিনিটে গোল উৎসব শুরু করে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। মাতেও কোভাচিচের গোলে ২-০ এগিয়ে যায় সিটি। এগিয়ে থাকা গার্দিওয়ালার দল পেনাল্টি পায় ৭৬তম মিনিটে। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি আর্লিং হল্যান্ড। সিটি এগিয়ে যায় ৩-০ গোলে।
তিন গোল হজমের পর লুটন টাউণ সিটির জালের দেখা পায়। ম্যাচের ৮১তম মিনিটে লুসের গোলে ব্যবধান ৩-১ করে দলটি। তবে তা খুব কাজে আসেনি। মিনিট সাতেক পরেই জেরেমি দোকু ব্যবধান বাড়িয়ে নেন। ৮৭তম মিনিটে সিটি ৪-০ ব্যবধান করে ফেলে।
৪-১ পিছিয়ে থাকা লুটন অতিরিক্ত সময়ে হজম করে আরো এক গোল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইয়োশকো ভার্দিওলা টাউনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ৫-১ গোলের বড় জয় নিয়ে শীর্ষ স্থানে উঠে মাঠ ছাড়ে সিটি।
৩২ ম্যাচে ২২ জয়ে ৭৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে সিটি। ৩১ ম্যাচে ২২ জয়ে ৭১ পয়েন্টে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। তিনে থাকা লিভারপুলের পয়েন্টও সমান। গোল ব্যবধানে পিছিয়ে আছে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post