স্পোর্টস ডেস্কঃ ৫ বছরের জন্য টটেনহামে নাম লেখালেন ডেহান কুলুসেভস্কি। ২০২৮ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের দলটি।
গত বছরের জানুয়ারিতে ১৮ মাসের জন্য ধারে টটেনহামে যোগ দেন কুলুসেভস্কি। এর আগে তিনি ছিলেন জুভেন্টাসে। ধারে স্পার্সদের ঢেরায় যোগ দেওয়া এই ফরোয়ার্ডকে এবার পাকাপাকি ভাবে কিনে নিয়েছে ইংলিশ ক্লাবটি। ২০২৮ পর্যন্ত তিনি খেলবেন এই দলে।
জুভেন্টাস ছেড়ে গত বছরের জানুয়ারিতে টটেনহামে যোগ দেওয়া কুলুসেভস্কি সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচ খেলেছেন। ৭ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৬টিতে। এবার তিনি পাকাপাকি ভাবে খেলবেন স্পার্সদের হয়ে। ব্রিটিশ গণমাধ্যমের খবর, তাঁর ট্রান্সফার ফি আড়াই কোটি পাউন্ডে রাজি হয়েছে জুভেন্টাস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post