নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ সমতায় ছিল। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে দাপট দেখাল জুনিয়র টাইগাররা। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
সোমবার রাজশাহীতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২১০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার যুব দল। জবাবে ১৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোই। নিরাশও হতে হয়নি তাঁদের।
টস হেরে আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন ডাভিড টিগার। ৮৯ বলে ৩টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া জুয়ান জেমস ৩২ ও রিচার্ড সেলেটসুয়ানি ২৭ রান করেন। বাংলাদেশের পক্ষে ৪৩ রানের খরচায় ৩টি উইকেট নেন রাব্বি। এছাড়া ২টি করে উইকেট পান বর্ষণ, রাফি ও রিজান।
রান তাড়ায় ৪০ রানের সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার আদিল বিন সিদ্দিক ও রিজওয়ান। ১৩ রান করে ফিরেন রিজওয়ানের বিদায়ের পর তিন নম্বরে নেমে ৩ রান করেন রিজান। এরপর দলের হাল ধরেন আদিল ও আরিফুল। তৃতীয় উইকেটে ৮৭ রান যোগ করেন তারা। হাফ-সেঞ্চুরি তুলে ৫৮ রানে আউট হন আদিল। ৬৮ রানে আউট হয়ে যান আরিফুলও। দলীয় ১৮৯ রানে সপ্তম ব্যাটার হিসেবে আউট হন তিনি।
অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ২২ রান যোগ করে ১৭ বল বাকী থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন অধিনায়ক রাব্বি ও রাফি। রাব্বি ১৫ ও রাফি ৭ রানে অপরাজিত থাকেন। প্রোটিয়াদের হয়ে বল হাতে লিয়াম অল্ডার ৪টি ও জুয়ান জেমস ৩টি উইকেট পান। ম্যাচ সেরা হন আরিফুল ও সিরিজ সেরা হন বাংলাদেশের রাফি।
Discussion about this post