স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলবেন না সাকিব আল হাসান। বাংলাদেশের এই অলরাউন্ডার ইনজুরিতে পড়েছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে। আফগানিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন বাঁহাতি এই অলরাউন্ডার।
সাকিবের চোটের বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘গতকাল (শুক্রবার) দ্বিতীয় ওয়ানডেতে একটি ক্যাচ নেওয়ার চেষ্টার সময় সাকিব তার ডান তর্জনীর ডগায় চোট পান। এক্স-রেতে তার তর্জনীর গোড়ায় চিড় ধরা পড়েছে। এই ধরনের চোট সারতে সাধারণত প্রায় ছয় সপ্তাহ সময় লাগে। দুর্ভাগ্যবশত, এর অর্থ হলো আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে তাকে পাওয়া যাবে না।’
আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩১৯ রান তাড়ায় ৩ উইকেটের দারুণ এক জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে বল হাতে ৫৭ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর ব্যাটিংয়ে ২৬ রান করেন সাকিব। নাজমুল হোসেন শান্ত-তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ের পর দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post