নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট জোন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ রাউন্ডে নর্থ জোনকে ইনিংস ও ১১২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিসিএলের শিরোপা জিতেছে ইস্ট জোন।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার দেখেছেন খালেদ। জাতীয় দলের এই পেসার দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। এছাড়া এবারের আসরে ৪ ইনিংসে ১৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন খালেদ।
ম্যাচের প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে মাত্র ১০৮ রানে অলআউট হয়ে পড়ে অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া নর্থ জোন। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে আব্দুল্লাহ আল মামুনের ব্যাট থেকে। ১৪ রান করেন আসাদুল্লাহ গালিব।
ইস্ট জোনের হয়ে খালেদ ও রাজা ৪টি করে উইকেট শিকার করেন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৯৫.৪ ওভারে ৩৫২ রানে থামে ইস্ট জোনের ইনিংস। ২৪৪ রানের বিশাল লিড পায় দলটি। দলের পক্ষে অভিজ্ঞ তারকা মুমিনুল হক ১৬৭ বলে ১১ বাউন্ডারি ও ২ ছক্কায় ১১৭ রানের দারুণ ইনিংস খেলেন। ৯০ রান আসে পারভেজ ইমনের ব্যাট থেকে। এছাড়া ৫৬ রান করেন শাহদাত হোসেন দিপু।
নর্থ জোনের নাহিদ রানা ৪টি উইকেট শিকার করেন। হাসান মুরাদ ৩টি ও নাহিদুল ইসলাম ২টি করে উইকেট লাভ করেন।
২৪৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নর্থ জোন। তবে দলটি মাত্র ৩৮ ওভারে ১৩২ রানে গুঁটিয়ে যায় এবার। প্রথম ইনিংসে রাজা-খালেদ মিলে পেস তোপ দাগলেও, এবার একাই গতির ঝড় তুলে নর্থ জোনকে দমিয়ে দেন খালেদ। দলটির হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক আকবর আলি। ২৪ রান আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে।
ইস্ট জোনের হয়ে ৫০ রান খরচায় একাই ৭ উইকেট শিকার করেন খালেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে এই পেসারের এটি ক্যারিয়ার সেরা বোলিং ইনিংস। এছাড়া রেজাউর রহমান রাজা ২টি উইকেট লাভ করেন।
মাত্র তিন দিনেই জয় ছিনিয়ে প্রথমবার বিসিএলের শিরোপা উদযাপনে মাতে ইস্ট জোন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post