স্পোর্টস ডেস্কঃ অবিশ্বাস্য জয়ে এফএ কাপের সেমিফাইনালে পা রাখল ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হাগের দল রোববার রাতে আসরের শেষ কোয়ার্টার-ফাইনালে ঘরের মাঠে ৪-৩ গোলে জিতেছে লিভারপুলের বিপক্ষে। দিনের আরেক কোয়ার্টার-ফাইনালে লেস্টার সিটিকে ৪-২ গোলে হারায় চেলসি। সেমিফাইনালে ইউনাইটেড খেলবে কভেন্ট্রি সিটির বিপক্ষে। অপর সেমিতে ম্যানচেস্টার সিটি খেলবে চেলসির বিপক্ষে।
ম্যাচের দশম মিনিটেই ম্যাকটোমিনের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। এরপরে অবশ্য ম্যাচে ঘুরে দাঁড়ায় লিভারপুল। প্রথমার্ধ শেষ হওয়ার আগে দুই গোল করে ম্যাচে লিড নেয় অল রেডরা। ৪৪ মিনিটে ম্যাক অ্যালিস্টার আর প্রথমার্ধের বাড়ানো সময়ে মোহাম্মদ সালাহ গোল করেন। ৮৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করে ইউনাইটেডকে সমতায় ফেরান অ্যান্টনি। এই ২-২ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।
এরপর অতিরিক্ত সময়ের প্রথম হাফে কোন দল গোল করতে পারেনি। কিন্তু নাটকের শুরু হয় অতিরিক্ত সময়ের দ্বিতীয় হাফে। ১০৫ মিনিটে গোল করে লিভারপুলকে আবারো লিড এনে দেন এলিওট। তবে এরপরও হাল ছাড়েনি ইউনাইটেড। ১১২ মিনিটে আবারো সমতায় ফেরে তারা। এবার ইউনাইটেডকে সমতায় ফেরান মার্কাশ রাশফোর্ড। ম্যাচ যখন পেনাল্টি শুট আউটের দিকেই এগোচ্ছিল, তখন লিভারপুলকে চমকে দেয় ইউনাইটেডের আমাদ দিয়ালো। ১২১ মিনিটে গোল করেন আইভরি কোস্টের এই ফুটবলার। তাতে ৪-৩ গোলে জয় নিয়ে সেমিফাইনালে পা দেয় রেড ডেভিলরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post