স্পোর্টস ডেস্কঃ লা লিগায় টান চতুর্থ জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে শনিবার লিগ ম্যাচটি ৭-০ গোলে জিতেছে কাতালানরা। রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে বড় জয়ে হ্যাটট্রিক করেছেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। এতে করে লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষস্থান সংহত করেছে হ্যান্সি ফ্লিকের দল।
বার্সেলোনা প্রথমবার জাল খুঁজে পায় ২০তম মিনিটে। পাউ কুবারসির কাছ থেকে পাওয়া বলে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনহা। এর চার মিনিট পরই বার্সেলোনাকে দ্বিতীয় গোল এনে দেন লেভানডফস্কি। এই গোলটা বানিয়ে দেন লামিন ইয়ামাল। চলতি আসরে চার ম্যাচে পোলিশ তারকার গোল হলো ৪টি। প্রথমার্ধের বিরতির আগমুহূর্তে রাফিনহার অ্যাসিস্টে জুল কুন্দে করেন তৃতীয় গোল।
৬৪তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রাফিনহা। ৭২তম মিনিটে তিনি পূর্ণ করেন হ্যাটট্রিক। ক্যারিয়ারে এই প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। ৮২তম মিনিটে জালের দেখা পান দানি ওলমো। তিন মিনিট পর প্রতিপক্ষের জালে সপ্তম পেরেক ঠুকে দেন দ্বিতীয়ার্ধে লেভার বদলি নামা ফেরান তরেস। এ জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ভিয়ারিয়াল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০