নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ বড় জয় পেয়েছে ঢাকা আবাহনী। স্পিনার তানভীর হাসানের ঘূর্ণিতে সহজ জয় পেয়েছে দলটি। মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তানভীর। ফতুল্লায় বুধবার আগে ব্যাট করতে নেমে মাত্র ৭১ রানে গুটিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। সহজ লক্ষ্য তাড়ায় মাত্র ১২ দশমিক ৩ ওভারেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে আবাহনী। চলমান লিগে এ নিয়ে টানা চতুর্থ জয় বর্তমান চ্যাম্পিয়নদের।
টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ব্রাদার্স ২১.৩ ওভারে ৭১ রানে অলআউট হয়েছে। এর আগে ভালো শুরুই পেয়েছিল দলটি। উদ্বোধনী জুটিতে রহমতউল্লাহ আলী এবং আব্বাস মুসা আলভি যোগ করেন ৩৪ রান। আলভির বিদায়ে ভাঙে তাদের জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ওপেনিংয়ে নেমে বেশ ভালো ব্যাটিং করছিলেন রহমতউল্লাহ। ৩৫ রান করা এই ব্যাটারকে ফিরিয়েছেন ফাহাদ। পরবর্তীতে তানভীরের স্পিন বিষে নীল হয় ব্রাদার্স। ইনিংসের সপ্তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই আলভিকে ফেরান বাঁহাতি এই স্পিনার। এরপর ব্রাদার্স ইউনিয়নের আরও চার ব্যাটারকে নিজের শিকার বানিয়েছেন। মারাজ মাহবুব নিলয়কে ফিরিয়ে ৫ উইকেট তুলে নেন।
সব মিলিয়ে ৬ ওভারে ৭ রান দেয়া তানভীর নিয়েছেন ৩ মেইডেন। তার ঘূর্ণিতেই ৭১ রানে অল আউট হয় প্রতিপক্ষ। আবাহনীর হয়ে তানভীরের পাশাপাশি দুটি করে উইকেট নিয়েছেন ফাহাদ এবং রাকিবুল হাসান। জবাব দিতে নেমে তেমন কোন বিপদে পড়তে হয়নি আবাহনীকে। নাঈম শেখ ও সাব্বির হোসেনের ওপেনিং জুটি বেশিদূর না আগালেও, এনামুল হক বিজয় ও আফিফ হোসেনের ব্যাটে চড়ে ৮ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। আফিফ ২০ বলে ২৩ এবং এনামুল বিজয় ৭ রানে অপরাজিত ছিলেন। ব্রাদার্সের হয়ে ১২ রান খরচায় ২ উইকেট নেন নূর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post