স্পোর্টস ডেস্ক:: পেশাদার ফুটবলে একটি, দু’টি নয়। খেলে ফেলেছেন ৮৬৬ ম্যাচ। ক্যারিয়ারে এর আগে কখনো যা ঘটেনি, বায়ার্ন মিউনিখ তারকা মানুয়েল নয়্যার এবার সেই ঘটনার সাক্ষী হলেন। প্রথমবারের মতো দেখলেন লাল কার্ড। তার এমন ঘটনাবহুল ম্যাচ হেরেছে ক্লাবও। দশ জনের দলে পরিণত হওয়া বায়ার্ন মিউনিখ জিততে পারেনি জার্মান কাপে। বাদ পড়েছে তৃতীয় রাউন্ডে।
লেভারকুসেনের কাছে নয়্যারের লাল কার্ডের ম্যাচটি ১-০ গোলে হেরেছে বায়ার্ন। অথচ দীর্ঘ ক্যারিয়ারে বায়ার্নের গোলরক্ষক এর আগে কখনো লাল কার্ড দেখেননি। ম্যাচের ১৮ মিনিটেই তাঁকে মাঠ ছাড়তে হয়েছে লাল কার্ড। জার্মানির সাবেক এই অধিনায়ক ৮৬৬ ম্যাচের পেশাদার ক্যারিয়ারে প্রথমবার দেখলেন লাল রঙের কার্ডটি।
নিজের ভুলে খেসারত দিয়েছেন নয়্যার। লেভারকুসেনের আক্রমণ ঠেকাতে পেনাল্টি বক্সের বাইরে গিয়ে জেরেমি ফ্রিমপংকে চ্যালেঞ্জ জানাতে গিয়েই ভজকট বাঁধান নয়্যার, করে বসেন ফাউল। সঙ্গে সঙ্গেই সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন রেফারি। ম্যাচের বাকীটা সময় দশজনকে নিয়েই খেলতে হয় বায়ার্নকে।
একজন কম নিয়ে খেলেও দারুণ প্রতিদ্বন্ধিতা করে বায়ার্ন। প্রথমার্ধ থেকে যায় গোল শুন্য। তবে সংখ্যায় পিছিয়ে পড়ায় আক্রমণে খুব একটা উঠতে পারেনি দলটি। নিজেরা থেকেছে গোল শুন্য। প্রতিপক্ষ দ্বিতীয়ার্ধে এক গোল দিয়েই জয় নিয়ে মাঠ ছেড়েছে। নাথান টেলার দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে লেভারকুসেন ১-০ ব্যবধানে হারিয়েছে বায়ার্নকে।
হারার পর নয়্যার দুঃখ প্রকাশ করেছেন। নিজেই দলের হারের কারণ হওয়ায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘লাল কার্ডটাই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। আমরা কষ্ট পাচ্ছি, আমি দুঃখিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০