স্পোর্টস ডেস্কঃ লা লিগায় বার্সেলোনার বিপক্ষে যোগ করা সময়ের দুই গোলে জয়োল্লাসে মাতল ভিয়ারিয়াল।অলিম্পিক স্টেডিয়ামে শনিবার ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচটি ৫-৩ ব্যবধানে জিতল তারা। এই হারে লিগ টেবিলে শীর্ষস্থানের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রইল বার্সা।
ঘরের মাঠে পুরো ম্যাচজুড়েই আধিপত্য বিস্তার করে খেলে বার্সেলোনা। তবে ম্যাচে আগে গোলের দেখা পায় ভিয়ারিয়াল। ম্যাচের ৫৪ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে কাতালানরা। তবে পরবর্তীতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বার্সা। ১১ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচে ফিরে জাভি হার্নান্দেজের দল। নাটকীয়তার তখনও ঢের বাকি। শেষ দিকে ব্যবধান ঘুচিয়ে দেয় ভিয়ারিয়াল।
এর আগে ৪১ মিনিটে স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দিয়ে স্প্যানিশ ফরোয়ার্ড মরেনো ভিয়ারিয়ালের পক্ষে বল জালে জড়ান। বিরতির পর জোয়াও কানসেলোর ভুলে বল পেয়ে যান প্রতিপক্ষ ফুটবলার ইলিয়াস। গোলরক্ষক ইনাকি পেনাকে কাটিয়ে তিনি বার্সার সঙ্গে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর কিছুটা ব্যবধান কমান ইল্কাই গুনদোয়ান। ৬০তম মিনিটে ফেররান তরেসের পাসটি ছিল রবার্ত লেভানডফস্কির কাছে। কিন্তু তিনি বল নিয়ন্ত্রণ নিতে না পারায় গুনদোয়ান গিয়ে নিচু শটে জাল কাঁপিয়ে স্বাগতিক শিবিরে কিছুটা স্বস্তি ফেরান।
মিনিট আটেক পর সমতায় ফেরে বার্সা। বদলি নামা পেদ্রির বুলেট গতির শট প্রতিপক্ষ ফুটবলারের পা ছুঁয়েও জালে চলে যায়। সমতায় ফিরেও ক্ষান্ত থাকেননি তারা, ফ্রি-কিক থেকে গুনদোয়ানের বাড়ানো বল রোনালদ আরাউহোর হেডে প্রতিপক্ষের আরেকজনের গায়ে লেগে হয়ে যায় আত্মঘাতি গোল। বার্সা ৩-২ ব্যবধানে লিড পেয়ে যায় ম্যাচের আরও ১৯ মিনিট বাকি থাকতেই। কিন্তু তাদের আর সুখ বেশিক্ষণ টেকেনি। ৮৪ মিনিটে ফের সমতায় ফেরে ভিয়ারিয়াল।
ম্যাচের যোগ করকা সময় দেওয়া হয় ১২ মিনিটের মতো। সেখানেই পরপর দু’বার বার্সাকে হতাশ করে জয় ছিনিয়ে নেয় সফরকারীরা। যদিও এর আগে গুনদোয়ানের শট প্রতিপক্ষ ফুটবলারের হাতে লাগার পর পেনাল্টি পেয়েছিল বার্সা, পরে সেই সিদ্ধান্ত ভিএআরে বদলে যায়। এরপর আবার এগিয়ে যায় ভিয়ারিয়াল। বক্সে অনেক সুযোগ পেয়েও বল ক্লিয়ার করতে পারেননি বার্সেলোনার খেলোয়াড়রা। আলগা বল পেয়ে জাল খুঁজে নেন সরলথ। আর একেবারে শেষ মুহূর্তে স্বাগতিকদের কফিনে পঞ্চম পেরেক ঠুকে দেন লুইস মোরালেস। এই হারে পয়েন্ট ব্যবধানে আরও পিছিয়ে গেল বার্সেলোনা। গতবারের চ্যাম্পিয়নরা ২১ ম্যাচে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে আছে। ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে চলতি মৌসুমের বড় চমক জিরোনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post