স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রানের রেকর্ডটা হলো না নাজমুল হোসেন শান্তর। ৯৯২ রানে থেমেছেন বাঁহাতি এই ব্যাটার। বছরে বাংলাদেশের শেষ ওয়ানডেতে ৫১ রানে অপরাজিত ছিলেন তিনি, তবে ৮ রানের আক্ষেপ থেকে গেল শান্তর।
নেপিয়ারে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করা স্বাগতিকরা মাত্র ৯৮ রানে অলআউট হয়ে যায়। রান তাড়ায় নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়ের আগ্রাসী ব্যাটিংয়ে ২০৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ওয়ানডেতে এ নিয়ে কেবল তৃতীয়বার দুইশর বেশি বল অব্যবহৃত রেখে জিতল টাইগাররা। বলের দিক থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে আগের সবচেয়ে বড় জয় ছিল ৬০ বল বাকি থাকতে।
৪২ বলে ৮ চারের সাহায্যে ৫১ রানে অপরাজিত থাকেন শান্ত। তাতে তাঁর মোট রান দাঁড়ায় ৯৯২-এ। মাত্র ৮ রানের জন্য এক পঞ্জিকাবর্ষে হাজার রানের রেকর্ড ছুঁতে পারলেন না তিনি। এর আগে ২০০৬ সালে দারুণ সময় কাটিয়েছিলেন আরেক বাংলাদেশী- শাহরিয়ার নাফিস। সেবার ২৮ ইনিংসে ১০৩৩ রান করেছিলেন তিনি, সেই সাথে হাঁকিয়েছিলেন তিনটা শতক। তখনকার লাল-সবুজের ক্রিকেট শক্তি বিবেচনায় এমন অর্জন নি:সন্দেহে অতুলনীয়।
২০২৩ সালে ২৭ ওয়ানডে খেলেছেন শান্ত। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি দিয়ে ৫০ ওভারের ফরম্যাট শুরু করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। বছরের শেষ ম্যাচও ফিফটি দিয়ে শেষ করলেন তিনি। দ্বিপাক্ষিক সিরিজে আয়ারল্যান্ড ও এশিয়াকাপে আফগিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। বিশ্বকাপে নামের সুবিচার করতে না পারলেও ফিফটি আছে দু’টি। সব মিলিয়ে ২৭ ওয়ানডেতে শান্তর ফিফটি ৭টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post