স্পোর্টস ডেস্কঃ অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে টস হেরে আগে ব্যাট করছে ইংল্যান্ড। লন্ডনে প্রথমদিনের গুটিয়ে গেছে স্বাগতিকরা। বৃহস্পতিবার ৩ উইকেটে ১৮৪ রানের দৃঢ় অবস্থানে থাকা বেন স্টোকসের দল অলআউট হয়ে যায় ২৮৩ রানে।
জবাব দিতে নেমে দারুণ ব্যাটিং দৃঢ়তা দেখালেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ১ উইকেট হারিয়ে ৬১ রান করে প্রথমদিনের খেলা শেষ করেছে অজিরা। ওপেনার ডেভিড ওয়ার্নার ৫২ বলে ৪টি চারে ২৪ রান করে আউট হয়েছেন ক্রিস ওকসের বলে জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়ে।
এরপর উসমান খাজার সঙ্গে জুটি বাধেন মারনাস লাবুশেন। খাজা ২৬ ও লাবুশেন ২ রান নিয়ে উইকেটে আছেন। প্যাট কামিন্সের দল প্রথম দিনের খেলা শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২২২ রানে পিছিয়ে আছে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জ্যাক ক্রলি-বেন ডাকেট আনেন দারুণ শুরু।
ওয়ানডে মেজাজে রান উঠিয়ে ছুটতে থাকে ইংল্যান্ড। দ্বাদশ ওভারে মিচেল মার্শের হলে কিপারের হাতে ক্যাচ দিয়ে থামেন ৪১ বলে ৪১ করা ডাকেট। এরপর দ্রুতই ক্রলি ও জো রুটের উইকেট হারিয়ে বসে ইংলিশরা। প্যাট কামিন্সের বলে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ধরা দেন ৩৭ বলে ২২ রান করা ক্রলি।
রুট এসেই বোল্ড হয়ে যান জশ হ্যাজেলউডের বলে। এরপর মঈন-ব্রুকের ব্যাটে ছুটতে থাকে। ১০৮ বলে চতুর্থ উইকেট জুটিতে উঠে আসে ১১১ রান। অফ স্পিনার টড মার্ফির বলে মঈন ৪৭ বলে ৩৪ করে বোল্ড হন। বেন স্টোকস আর ব্রুককে তুলে নেন স্টার্ক।
জনি বেয়ারস্টো কাটা পড়েন হ্যাজেলউডের বলে। ৩ উইকেটে ১৮৪ থেকে ৭ উইকেটে ২১২ রানে পরিণত হয় ইংল্যান্ড। ক্রিস ওকস-মার্ক উডের জুটিতে ৮ম উইকেটে ৪৯ রান পায় ইংলিশরা। উডকে বোল্ড করে মার্ফি ভাঙেন জুটি। এরপর স্টুয়ার্ট ব্রড ও ওকসে ফেরান স্টার্ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post