নিজস্ব প্রতিবেদকঃঃ সিলেটে স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজ। পাঁচ বছর পর ফাইনাল জিতলো দলটি। সিলেট জেলা পর্যায়ের ফাইনালে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজকে ৪ উইকেটে হারিয়েছে ব্লূ-বার্ড।
বিসিবির গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার স্কুল ক্রিকেট কমিটির তত্ত্বাবধানে আয়োজিত এবারের আসরে সব মিলিয়ে সাতটি দল অংশ নেয়।
অংশ গ্রহনের জন্য নাম লিখিয়েও খেলতে মাঠে নামেনি বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ। দুই গ্রুপে আটটি দল অংশ নেওয়ার কথা ছিলো। তবে বর্ডার গার্ড না খেলায় সাত দলের লড়াইয়ের আয়োজন হয়।
দুই গ্রুপেরশাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, দি এইডেড হাই স্কুল, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ ব্যাংক স্কুল, ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে। বর্ডার গার্ড স্কুলের খেলার কথা ছিল, তবে শেষ পর্যন্ত অংশ নেয়নি তারা।
দু্ই গ্রুপের সেরা দুই দল ব্লূ বার্ড ও শাহজলালাল জামেয়া রোববার ফাইনালে অংশগ্রহণ করে। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে শাহজালাল জামেয়া মাত্র ৭৮ রানেই অলআউট হয়ে পড়ে। সর্বোচ্চ ২৯ রান করেন দিব্য।
ব্লু বার্ডের হয়ে ফরহান, সানি, লাবিব, সিংকু ও স্বাধীন ২টি করে উইকেট লাভ করে।
৭৯ রানের টার্গেটে খেলতে নামা ব্লু বার্ড ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। নিশ্চিত হয় শিরোপা জয়। সর্বোচ্চ ২৫ রান করেন মাহদী, এছাড়া ২৪ রান আসে সাজুর ব্যাট থেকে। শাহজালাল জামেয়ার হয়ে ফরহান ৩ উইকেট লাভ করেন।
২০১৮ সালে স্কুল ক্রিকেটে সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিলো ব্লু-বার্ড। এবার পাঁচ বছর পর শিরোপা জিতলো দলটি।
Discussion about this post