নিজস্ব প্রতিবেদক:: চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আশার বাণী শুনালেন। দেশের মানুষের প্রত্যাশা, নিজেদের পরিবারের সদস্যদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবেন টাইগার অধিনায়ক। দেশ ছাড়ার আগে সাংবাদিকদের এমনটাই বলেছেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ চারে খেলেছিলো। টাইগার অধিনায়ক অনুপ্রেরণা নিচ্ছেন শেষ আসর থেকে। শান্ত বলেন, ‘লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলেছিলাম, ভালো একটা স্মৃতি ছিল। সেমিফাইনাল খেলেছিলাম, অবশ্যই এটা একটা বাড়তি অনুপ্রেরণা দেবে আমাদের। পাশাপাশি দেশের মানুষের প্রত্যাশা, পাশাপাশি পরিবারের প্রত্যাশা, খেলোয়াড়দের প্রত্যাশা তো আছেই। তাই ওভারঅল এখন পর্যন্ত আমরা যেভাবে প্রিপারেশন নিতে পেরেছি তাতে আলহামদুলিল্লাহ, বিশ্বাস করছি ভালো অবস্থানে যাওয়া সম্ভব।’
যদিও বাংলাদেশ দলের প্রস্তুুতিটা খুব একটা আদর্শকর হয়নি। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অন্য দলগুলো যেখানে ওয়ানডে টুর্নামেন্ট খেলেছে, বাংলাদেশ বিপিএল টি-২০ খেলেই যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারও আগে এনসিএল টি-২০ খেলেছেন টাইগাররা। বাংলাদেশ কোচ ফিল সিমন্স একদিন আগে এমন প্রস্তুুতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রকাশ্যেই।
তবে শান্ত বলছেন, তাদের প্রস্তুুতি ভালো হয়েছে। বিশেষ করে তার নিজের প্রস্তুুতি নিয়ে সন্তুুষ্ট তিনি। বিপিএলে ফরচুন বরিশালের একাদশে নিয়মিত ছিলেন না এই তারকা। ফলে নিজের মতো করে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। শান্ত বলেন, ‘আমার মনে হয়, ম্যাচ খেলতে পারি নাই এটার পজিতিভ কিছু দিক ছিল। যেমন: আমি নিয়মিত এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি যেন নিজেকে আরেকটু প্রস্তুত করতে পারি। কোচরা অনেক সাহায্য করেছেন, পাশাপাশি আমি আমার ফিটনেস নিয়েও একটু কাজ করেছি। তাই বলা যায় বিপিএলের ওই সময়টা খুব ভালো প্রস্তুতি নিতে পেরেছি। আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে টুর্নামেন্টটা খুব ভালো কাটবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০